Today Trending Newsব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

ধর্মঘটের প্রভাবে টানা ৪ দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক, সমস্যায় সাধারণ মানুষ

Advertisement

৩০ শে জানুয়ারি থেকে আগামী ৪ দিন বন্ধ থাকবে ব্যাংক। যার জেরে ভোগান্তিতে পড়তে হবে সাধারন মানুষকে। ৩০ শে জানুয়ারি, ৩১ শে জনুয়ারি বন্ধ থাকবে ব্যাংক। একইসঙ্গে বন্ধ থাকবে ১ লা ও ২ রা ফেব্রুয়ারি।

বেতন কাঠামোর পরিবর্তন সহ বেশ কিছু দাবিতে আন্দোলনে সামিল হয়েছেন ব্যাংকের কর্মচারীরা। আগামী ৩১ শে জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাংক কর্মচারীদের সংগঠন। একই সঙ্গে ৩০ জানুয়ারি সরস্বতী পূজার কারণে বন্ধ থাকবে আর্থিক লেনদেন। অন্যদিকে, ২ ফেব্রুয়ারি রবিবার হওয়ায় লেনদেন সম্ভব নয়।

আরও পড়ুন : নয়া নিয়ম, পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে দিতে হবে চার্জ

ফলে, ব্যাংক ধর্মঘট ও সরকারি ছুটি মিলে টানা ৪ দিন বন্ধ থাকবে ব্যাংকিং পরিষেবা। যার ফলে, হাজার হাজার সাধারণ মানুষের সমস্যা তৈরী হতে পারে। ব্যাংকিং পরিষেবার সঙ্গে যুক্ত কর্মচারীরা ধর্মঘটে অনড় থাকায় এই ক’দিনে চরম ভোগান্তিতে পড়তে হবে গ্রাহকদের।

Related Articles

Back to top button