ধর্মঘটের প্রভাবে টানা ৪ দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক, সমস্যায় সাধারণ মানুষ
৩০ শে জানুয়ারি থেকে আগামী ৪ দিন বন্ধ থাকবে ব্যাংক। যার জেরে ভোগান্তিতে পড়তে হবে সাধারন মানুষকে। ৩০ শে জানুয়ারি, ৩১ শে জনুয়ারি বন্ধ থাকবে ব্যাংক। একইসঙ্গে বন্ধ থাকবে ১ লা ও ২ রা ফেব্রুয়ারি।
বেতন কাঠামোর পরিবর্তন সহ বেশ কিছু দাবিতে আন্দোলনে সামিল হয়েছেন ব্যাংকের কর্মচারীরা। আগামী ৩১ শে জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাংক কর্মচারীদের সংগঠন। একই সঙ্গে ৩০ জানুয়ারি সরস্বতী পূজার কারণে বন্ধ থাকবে আর্থিক লেনদেন। অন্যদিকে, ২ ফেব্রুয়ারি রবিবার হওয়ায় লেনদেন সম্ভব নয়।
আরও পড়ুন : নয়া নিয়ম, পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে দিতে হবে চার্জ
ফলে, ব্যাংক ধর্মঘট ও সরকারি ছুটি মিলে টানা ৪ দিন বন্ধ থাকবে ব্যাংকিং পরিষেবা। যার ফলে, হাজার হাজার সাধারণ মানুষের সমস্যা তৈরী হতে পারে। ব্যাংকিং পরিষেবার সঙ্গে যুক্ত কর্মচারীরা ধর্মঘটে অনড় থাকায় এই ক’দিনে চরম ভোগান্তিতে পড়তে হবে গ্রাহকদের।