নিউজদেশ

আগস্ট মাসে সর্বমোট ১৩ দিন বন্ধ থাকবে ব্যাংক, জেনে নিন কোন কোন দিনে কাজ হবে না ব্যাংকে

চেক করে নিন ব্যাংক হলিডের পুরো তালিকা

Advertisement

আর কিছুদিনের মধ্যেই জুলাই কাটিয়ে শুরু হবে আগস্ট মাস। আপনি যদি আগস্ট মাসে ব্যাংক সংক্রান্ত কোনো কাজ করতে যাচ্ছেন তাহলে এই খবরটা শুধুমাত্র আপনার জন্যই। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ওরফে আরবিআই আগস্ট ২০২২ এর একটি ছুটির তালিকা প্রকাশ করেছে। এই তালিকা অনুযায়ী আগস্ট মাসের সর্বমোট ১৩ দিন ব্যাংক বন্ধ থাকতে চলেছে। তবে ১৩ দিন সমস্ত জায়গার জন্য নয়, দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন কারণে ছুটি থাকতে পারে।

উল্লেখযোগ্যভাবে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ব্যাংক হলিডে লিস্টকে তিনটি বিভাগের মধ্যে ভাগ করে দিয়েছে। এর মধ্যে রয়েছে নেগোশিয়েবল ইন্সট্রুমেন্ট অ্যাক্ট হলিডে, রিয়েল টাইম গ্রস সেটেল্মেন্ট হলিডে, এবং সাধারণ ব্যাংক ক্লোজিং ডে। অর্থাৎ, সাধারণ হলিডে ছাড়াও কিছু কিছু জায়গায় রাজ্য বিশেষে কিছু ছুটি থাকবে। তার পাশাপাশি তাদের প্রত্যেকটি রবিবার এবং মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ব্যাংকের ছুটি। চলুন জেনে নেওয়া যাক কোন কোন দিন কোন কোন জায়গায় ছুটি থাকবে আগস্ট মাসে।

১ আগস্ট ব্যাংক বন্ধ থাকবে গ্যাংটকে, সেখানে ড্রুপাকা শে জি উৎসবের কারণে সমস্ত ব্যাংক বন্ধ থাকবে। ৭ আগস্ট রবিবার সাপ্তাহিক ছুটির কারণে সারাদেশে ব্যাংক বন্ধ থাকবে। ৮ আগস্ট মহরম (আশুরা) উপলক্ষে জম্মু এবং শ্রীনগরে ব্যাংক বন্ধ থাকবে। ৯ আগস্ট চন্ডিগড়, দেরাদুন, ভুবনেশ্বর, গুয়াহাটি, ইম্ফল, জম্মু, পানাজি, শিলং, শিমলা, তিরুবন্তপুরম এবং শ্রীনগর ছাড়া দেশের অন্যান্য জায়গায় মহরম (আশুরা) উপলক্ষে ব্যাংকগুলি বন্ধ থাকবে। ১১ আগস্ট রাখি বন্ধন উপলক্ষে সারাদেশে ব্যাংক বন্ধ থাকবে। ১৩ আগস্ট মাসের দ্বিতীয় শনিবার হওয়ার কারণে সারাদেশে ব্যাংক বন্ধ থাকবে।

১৪ আগস্ট রবিবার সাপ্তাহিক ছুটির কারণে ব্যাংক বন্ধ থাকবে। ১৫ ই আগস্ট স্বাধীনতা দিবস থাকার কারণে সারা দেশে ব্যাংক বন্ধ থাকবে। ১৬ ই আগস্ট পারসি নববর্ষ থাকার কারণে মুম্বাই এবং নাগপুরে সমস্ত ব্যাংক বন্ধ থাকবে। ১৮ আগস্ট জন্মাষ্টমী উপলক্ষে সারাদেশে ব্যাংক বন্ধ থাকবে। ২১ আগস্ট রবিবার থাকার কারণে সাপ্তাহিক ছুটির ফলে ব্যাংক বন্ধ থাকবে। ২৮ আগস্ট রবিবার থাকার কারণে ব্যাংক বন্ধ থাকবে। ৩১ আগস্ট গণেশ চতুর্থী থাকার কারণে গুজরাট, মহারাষ্ট্র এবং কর্নাটকে ব্যাংক বন্ধ থাকবে।

Related Articles

Back to top button