দিন পেরোলেই শুরু হয়ে যাচ্ছে জুন মাস। প্রত্যেক মাসের শুরুতেই কিছু কিছু নিয়মের অদলবদল হয়ে থাকে। কিছু কিছু জরুরি তথ্য জেনে নিতে হয় মাসের শুরুতেই। এর মধ্যে অন্যতম হল ব্যাঙ্কের ছুটির (Bank Holiday) তালিকা। প্রতি মাসে কিছু কিছু ছুটির দিনে বন্ধ থাকে ব্যাঙ্ক। সাপ্তাহিক ছুটি ছাড়াও দেশের বিভিন্ন রাজ্যে নানান আঞ্চলিক ছুটি উপলক্ষেও বন্ধ থাকতে পারে ব্যাঙ্কের কাজকর্ম। মাসের শুরুতে আগেভাগেই তা জেনে রাখা দরকার।
গোটা দেশে সমস্ত সরকারি এবং বেসরকারি ব্যাঙ্কগুলির ছুটির দিন নির্ধারণ করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। মাসের শুরুতেই ব্যাঙ্কগুলির ছুটির একটি তালিকা প্রকাশ করা হয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে। ওই তালিকাতেই স্পষ্ট করে দেওয়া হয় কোন কোন জায়গার ব্যাঙ্কে কবে কবে ছুটি। জুন মাসে কতগুলি ছুটি রয়েছে ব্যাঙ্কে আর কবে কবেই বা ছুটি থাকছে?
উল্লেখ্য, জুন মাসের পয়লা তারিখেই রয়েছে সপ্তম দফার লোকসভা নির্বাচন। গোটা দেশে মোট ৫৭ টি লোকসভা আসনে ভোটগ্রহণ রয়েছে এদিন। এর মধ্যে বাংলার ৯ টি কেন্দ্রও রয়েছে। পয়লা জুন উত্তর ও দক্ষিণ কলকাতা, যাদবপুর, মথুরাপুর, জয়নগর, দমদম, বারাসত, বসিরহাট, ডায়মন্ড হারবারে রয়েছে সপ্তম দফার লোকসভা নির্বাচন। এছাড়াও বরানগর বিধানসভা কেন্দ্রে থাকছে উপনির্বাচন। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নির্দেশিকা মতো, এটি ৯ টি লোকসভা কেন্দ্র এবং একটি বিধানসভা কেন্দ্রে ভোটের জন্য এই এলাকাগুলিতে বন্ধ থাকবে ব্যাঙ্কের কাজকর্ম। তবে রাজ্যের অন্যান্য এলাকায় স্বাভাবিক ভাবেই চলবে কাজকর্ম।
এরপর ২ জুন এবং ৯ জুন রবিবার সাপ্তাহিক ছুটি দেশ জুড়ে সব ব্যাঙ্কের। ১০ জুন গুরু অর্জুন দেবের শহিদ দিবস উপলক্ষে পঞ্জাবে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১৪ জুন পাহিলি রাজা উপলক্ষে ওড়িশাতে বন্ধ থাকবে ব্যাঙ্ক। ১৫ জুন রাজা সংক্রান্তি এবং ওয়াইএমএ ডে উপলক্ষে ওড়িশা এবং মিজোরামে বন্ধ থাকবে ব্যাঙ্ক। ১৭ জুন বকরি ইদ। এদিন সারা দেশেই ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২১ জুন ভাত সাবিত্রী ব্রত উপলক্ষে বেশ কিছু রাজ্যে ব্যাঙ্কের ছুটি থাকবে। ২২ জুন সন্ত গুরু কবীর জয়ন্তী উপলক্ষে ছত্তিসগড়, হরিয়ানা, পঞ্জাব, হিমাচল প্রদেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ৩০ জুন রবিবার ব্যাঙ্কের সাপ্তাহিক ছুটি।