দেশনিউজব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

মাসের শেষেও ৪ দিন বন্ধ থাকবে ব্যাংক, জানুন কোন কোন দিন

২৫ জুন থেকে ৪ দিনের জন্য বন্ধ থাকবে ব্যাংক

Advertisement

আগামীকাল থেকে ব্যাংক বন্ধ থাকতে চলেছে আগামী ৪ দিনের জন্য (জুন ২৫ থেকে ৪ দিন)। পাবলিক এবং প্রাইভেট সেক্টর ব্যাংকের ক্ষেত্রে এই ছুটির দিন কাজ করবে। ছুটি এবং উইকএন্ড থাকার কারণে দেশের একাধিক ব্যাংক বন্ধ থাকবে আগামীকাল থেকে।

৩টি রাজ্যে ৩টি অনুষ্ঠান থাকার কারণে ব্যাংক বন্ধ হবে। রিজার্ভ ব্যাঙ্কের ওয়েবসাইটে ইতিমধ্যেই এই ব্যাপারে জানিয়ে দেওয়া হয়েছে। জুন মাসে ২৫ থেকে ৩০ এর মধ্যে আছে ৪টি ছুটির দিন। তবে হ্যা, সব রাজ্যে আবার সব ব্যাংকের ছুটির দিন পালিত হবেনা। তাহলে চলুন জেনে নেওয়া যাক, এই তালিকা।

২৫ জুন – গুরু হরোগোবিন্দ জির জন্মদিন। ( জম্মু এবং শ্রীনগরের ব্যাংক বন্ধ)

২৬ জুন – ৪ র্থ শনিবার।

২৭ জুন – রবিবার

৩০ জুন – রেমনা নি (আইজলের সমস্ত ব্যাংক বন্ধ থাকবে)

রিজার্ভ ব্যাংক এই নতুন নির্দেশনামা জারি করেছে, যার কারণে পাবলিক সেক্টর থেকে শুরু করে প্রাইভেট সেক্টর ব্যাংক, ফরেন ব্যাংক, কো-অপারেটিভ ব্যাংক এবং রিজিওনাল ব্যাংক ঐ সমস্ত এলাকায় নির্দিষ্ট দিনে বন্ধ থাকবে।

Related Articles

Back to top button