কলকাতা : করোনা বিধি মেনেই আজ থেকে রাজ্যে খুলে গেলো বার। চলতি বছরে করোনার প্রভাবে মার্চ থেকেই দেশ জুড়ে শুরু হয় লকডাউন। আর লকডাউনের চক্করে বন্ধ হয় রেস্তোরা, বার, সিনেমা হল, শপিং মল। কিন্তু জুন থেকেই একে একে শুরু হয়েছে আনলক প্রক্রিয়া। আর সেই সব নিয়ম কানুন মেনেই এবার মদ প্রেমীদের আনন্দ ফেরাতে রাজ্যে খুলে গেলো বার।
চলতি মাসের আট তারিখ থেকে রাজ্যে শুরু হবে আনলক ৪, যেখানে চলবে মেট্রো। পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য মানা হবে করোনা নিয়ম। এবার দেখার কবে থেকে খোলে স্কুল এবং কলেজ।
গতকালই রেলের সিপিআরও ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “যাত্রীদের স্মার্ট কার্ড ব্যবহার করতে হবে। আগের থেকে কমানো হবে মেট্রোর সংখ্যা৷ সংক্রমণ এড়াতে সোশ্যাল ডিসট্যান্স বজায় রাখতে একটি করে আসন ছেড়ে বসার ব্যবস্থাও থাকবে৷ এছাড়াও থাকবে আরো অন্যান্য পরিষেবা”।স্টেশনের বিভিন্ন প্রান্তে বসানো হয়েছে হ্যান্ড স্যানিটাইজার মেশিন। এছাড়া বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক এবং গ্লাভসের ব্যবহার।
প্রতিটি স্টেশনে থাকবেন একজন চিকিৎসক। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য ইতিমধ্যেই টিকিট কাউন্টারের সামনে দূরত্ব মেনে দাগ কাটাও হয়েছে।সব স্মার্ট গেট না খুলে একটা করে স্মার্ট গেট অপারেট করা হবে। ষ্টেশনে ষ্টেশনে রাখা হবে তাপমাত্রা মাপার ব্যবস্থা এবং স্যানিটাইজার।