ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চলাকালীন বিশ্বকাপ নিয়ে কৌতূহল রয়েছে ভারতীয় ক্রিকেট প্রেমীদের মধ্যে। আইপিএল ২০২৪ শেষ হওয়ার পরেই টি২০ বিশ্বকাপ শুরু হবে। আইপিএল-এ কোন ক্রিকেটার কেমন খেলছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা নজর রাখছেন। মনে করা হচ্ছে চলতি আইপিএল-এর পারফরম্যান্সের ওপর ভিত্তি করে বিশ্বকাপের জন্য স্কোয়াড চূড়ান্ত করতে পারে বিসিসিআই।
সম্প্রতি বিশ্বকাপের জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াড সংক্রান্ত কিছু রিপোর্ট প্রকাশ্যে এসেছে। মনে করা হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড খুব একটা পরীক্ষানিরীক্ষার পথে না-ও যেতে পারেন। টি২০ বিশ্বকাপের স্কোয়াডে চেনা মুখ বেশি থাকবে বলে অনেকের ধারণা। তবে কিছু পজিশনের একাধিক দাবিদার রয়েছে বলেও মনে করা হচ্ছে। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ঋষভ পন্থ খুব ভালো ফর্মে রয়েছে। ব্যাট হাতে রান পাচ্ছেন, উইকেটের পিছনেও পারফর্ম করছেন ভালই। বিশ্বকাপের স্কোয়াডে উইকেটকিপার=ব্যাটার হিসেবে তিনিই বিসিসিআই নির্বাচকদের প্রথম পছন্দ হতে পারে। পন্থ ছাড়াও উইকেকিপার=ব্যাটার হিসেবে আরও একাধিক দাবিদার রয়েছেন বলে ক্রিকেট প্রেমীদের একাংশ মনে করছেন। সঞ্জু স্যামসন, ইশান কিশান, কেএল রাহুল, জীতেশ শর্মা, ধ্রুব জুরেলরাও বিশ্বকাপের স্কোয়াডে থাকার জোরালো কয়েকজন দাবি।
রোহিত শর্মা আসন্ন এই বিশ্বকাপেরও অধিনায়ক। তিনি ওপেনিং পজিশনের জন্য নিশ্চিত। তাঁর সঙ্গে ওপেন করতে পারেন বিরাট কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্সের হয়ে ওপেন করতে নেমে বড় রান পাচ্ছেন বিরাট। চলতি আইপিএল-এ সবথেকে বেশি রান করা ব্যাটসম্যানদের তালিকার ওপরের দিকে রয়েছেন তিনি। ওপেনার হিসেবে যশস্বী জয়সওয়াল এবং শুভমান গিলের নামও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ব্যাক আপ অপশনের কথাও বোর্ড কর্তাদের ভাবতে হবে।
এছাড়াও সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী স্কোয়াডে জায়গা পেতে পারেন সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরাহ, রবীন্দ্র জাদেজা, আরশদীপ সিং, মহম্মদ সিরাজ এবং কুলদীপ যাদবরা। অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল এবং রবি বিষ্ণোইরাও বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নেওয়ার ব্যাপারে অন্যতম তিন দাবিদার।