করোনা ভাইরাসকে পৃথিবীব্যাপি মহামারী বা Pandemic ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভারতে এখন পর্যন্ত ৮৩ জন নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে এবং মৃত্যু হয়েছে দুজনের। প্রতিদিনই আক্রান্ত হওয়ার খবর আসছে কোথাও না কোথাও থেকে। দেশের সমস্ত রাজ্যগুলিকে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য জানিয়েছে ভারত সরকার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দপ্তর নবান্ন থেকে নির্দেশিকা জারি করে ৩১ শে মার্চ পর্যন্ত সমস্ত স্কুল, কলেজ, মাদ্রাসা সহ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিও বন্ধ বলে ঘোষণা করে দেওয়া হয়েছে। ১৫ এপ্রিল পর্যন্ত সমস্ত ভিসা বাতিল তাই ২৯ শে মার্চ থেকে শুরু হতে চলা আইপিএলও আপাতত স্থগিত।
শনিবার সমস্ত আইপিএল ফ্র্যাঞ্চাইজি কর্তাদের সাথে বৈঠক করেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। তারপর তিনি জানান, “আইপিএল হবে ১৫ এপ্রিলের পর, এমনিতেই আমরা ১৫ দিন কম পাচ্ছি তাই কিভাবে হবে, কতদিনের টুর্নামেন্ট হবে তা এক্ষুনি বলা যাচ্ছে না।” বিসিসিআই শুক্রবারেই ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যে বাকি দুটি ম্যাচ (লখনৌ এবং কলকাতা) পরিত্যক্ত বলে ঘোষণা করে। তার পাশাপাশি ঘরোয়া টুর্নামেন্ট গুলো পুরোপুরি বাতিল বলে জানিয়ে দেয় যেখানে ১৮ তারিখ থেকে ইরানি ট্রফি শুরু হওয়ার কথা ছিল।
আরও পড়ুন : ৩ বার কাপ আসলো কলকাতায়, খুশির হাওয়া শহর জুড়ে
বিশ্বে এখনো পর্যন্ত প্রায় দেড় লক্ষ মানুষ এই করোনা ভাইরাসে আক্রান্ত। এই মারন ভাইরাস এখন পর্যন্ত প্রায় পাঁচ হাজার জনের প্রাণ কেড়েছে। শিক্ষা, অর্থনীতি থেকে খেলাধুলা প্রায় সর্বত্র প্রভাব পড়েছে এর। সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, “বর্তমানে বিশ্বজুড়ে ও ভারতে যা পরিস্থিতি চলছে তাতে সুরক্ষা আগে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা প্রতি মুহূর্তে বিষয়ের উপর নজর রাখছি এবং ভারত সরকার ও অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সর্বদা যোগাযোগ রাখছি। ১৫ এপ্রিলের পর কীভাবে আইপিএল আয়োজন হবে তা নিয়ে আলোচনা চলছে। দিল্লী, মুম্বাই এবং কর্ণাটক সরকার তাদের রাজ্যে কোন আইপিএল ম্যাচ আয়োজন করতে পারবে না বলে জানিয়ে দিয়েছে।”