মুম্বই: আইপিএল সূচি কবে প্রকাশ হবে তা নিয়ে রীতিমতো আলোচনা-সমালোচনা চলছিল। ক্রিকেটমহলে সেই সমস্ত কিছুর অবসান বৃহস্পতিবার ঘটিয়েছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি নিজে এদিন জানিয়ে দেন আজ, শুক্রবার প্রকাশ হতে পারে আইপিএল সূচি। সেইমতো আজকেই সংযুক্ত আরব আমিরশাহীতে বসতে চলা আইপিএলের সূচি প্রকাশ করতে চলেছে বোর্ড। শুধু তাই নয়, আগামী ৮ সেপ্টেম্বর দুবাই যাচ্ছেন সৌরভ।
বুধ ও বৃহস্পতিবার মিলিয়ে হাজারেরও বেশি নতুন সংক্রমণ হয়েছে আমিরশাহীতে। যেখানে দলের ক্রিকেটার সহ রয়েছে সাপোর্ট স্টাফদের নামও। যদিও আমিরশাহীতে করোনা মোকাবিলার নিয়ম-কানুন যথেষ্ট কড়া। তাছাড়াও বোর্ডের পক্ষ থেকে ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের উদ্দেশ্যে কিছু নিয়ম-কানুন বেঁধে দেওয়া হয়েছে। সকলে সেইসব নিয়ম-কানুন যথাযথভাবে মানছেন কিনা, সেটা খতিয়ে দেখতে সরোজমিনে দুবাই যাচ্ছেন সৌরভ।
প্রসঙ্গত, আগামী ১৯ সেপ্টেম্বর থেকে আমিরশাহির তিন শহর দুবাই, আবুধাবি এবং শারজাতে এবারের আইপিএল আসর বসবে। এ দেশে করোনা পরিস্থিতি উদ্বেগজনক, তাই এবারের আইপিএল করার জন্য আমিরশাহীকেই বেছে নিয়েছে বিসিসিআই। তবে সেখানে যাওয়া মাত্র করোনার থাবা বসেছে ক্রিকেটের অন্দরে।
যদিও সমস্ত প্রতিকুলতাকে ভোকাট্টা করে বা বলা ভাল করোনাকে ক্লিন বোল্ড করে এবারের আইপিএলকে আমিরশাহির বুকে সফল করার লক্ষ্যেই ব্রতী হয়েছেন মহারাজ। তাই নিজে সশরীরে সেখানে উপস্থিত থাকতে চলেছেন তিনি। করোনা পরিস্থিতি মোকাবিলা করার জন্য এতটুকু ঝুঁকি নিতে নারাজ সৌরভের নেতৃত্বাধীন বিসিসিআই। এখন বিশ্বব্যাপী এই মহামারীকে ‘বাপি বাড়ি যা’ বলে আইপিএলকে সফলতা দিতে পারেন কিনা সৌরভ, সেটাই দেখার।