সাবধান! ফের বাংলায় ডেঙ্গিতে মৃত্যু, সতর্ক থাকুন!

ফের বাংলায় ডেঙ্গুতে মৃত্যু হল ২ জনের। মাস দুয়েক ধরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে উত্তর ২৪ পরগনার সীমান্তবর্তী এলাকাগুলোতে। বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। সমগ্র এলাকায় ব্লিচিং ছড়ানোর…

Avatar

ফের বাংলায় ডেঙ্গুতে মৃত্যু হল ২ জনের। মাস দুয়েক ধরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে উত্তর ২৪ পরগনার সীমান্তবর্তী এলাকাগুলোতে। বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। সমগ্র এলাকায় ব্লিচিং ছড়ানোর পাশাপাশি নিয়মিত সাফাইয়ের কাজ চলেছে। কিন্তু তাতে কোনো ফল পাওয়া যায়নি। জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন উত্তর ২৪ পরগনার গাইঘাটার ইছাপুরের বাসিন্দা সাধনা সরকার। চিকিৎসা চলছিল তার হাবড়া হাসপাতালে। তার অবস্থার অবনতি দেখে তাকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শনিবার সকালে তার মৃত্যু হয়। ওই এলাকারই রেনুকা মন্ডল নামে এক মহিলার ডেঙ্গুর কারণে মৃত্যু হয়েছে তেঘরিয়ার একটি বেসরকারি হাসপাতালে। এই এলাকায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে। পঞ্চায়তের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।