আজকাল সোশ্যাল মিডিয়াতে একদিকে যেমন বিনোদনের সুপারডোজ পাওয়া যায়, ঠিক অন্যদিকে সাধারণ মানুষ তাঁদের প্রিয় তারকার ভার্চুয়াল বন্ধু হতে পারেন। তাইতো আজকাল যেকোনো তারকা তাদের ফ্যানদের সাথে যোগাযোগ বজায় রাখার জন্য মাঝে মাঝে তাদের সোশ্যাল মিডিয়া সাইটে কিছু ছবি বা ভিডিও পোস্ট করেন। বলিউড থেকে শুরু করে টলিউড সমস্ত ইন্ডাস্ট্রিতেই তারকারা তাদের ফ্যান ফলোয়ারদের খুশি রাখার চেষ্টা করেন। তারকাদের পাশাপাশি মাঝে মাঝে ছবি পোস্ট করেন সাধারণ মানুষও। অনেকেই তাঁদের প্রতিভা প্রদর্শনের জন্য ছবি বা ভিডিও পোস্ট করে থাকেন।
নাচের রিল ভিডিওর জনপ্রিয়তা
আজকাল পকেট থেকে স্মার্টফোন বার করে মাত্র এক ক্লিকে সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় বিচরণ করতে পছন্দ করেন সকলেই। এই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের ভিডিও বা ছবি পোষ্ট হয়। সোশ্যাল মিডিয়ার দৌলতে চোখের পলকে বিশ্বের যেকোন প্রান্তে একটি ভিডিও ছড়িয়ে পড়তে পারে। তাই তো অনেকেই নিজেদের প্রতিভা প্রদর্শনের জন্য ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়া দরবারে পোস্ট করে থাকেন। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে, যাতে এক যুবতীর লাস্যময়ী কায়দায় নাচ করেছেন।
রিল ভিডিওর বিবরণ
যুবতীর নাচের ভিডিও এখন সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল। ওই যুবতী একটি ট্রেন্ডি ভোজপুরি গান, ‘কামারিয়া কা ঝটকা‘ এর তালে নিজের ঘরেই তুমুল নাচ করেছেন। সে লাল রংয়ের লেহেঙ্গা চোলি পরে নাচ করছেন। নাচের মাঝে লাস্যময়ী এক্সপ্রেশন দিয়ে সকলের মন জয় করে নিয়েছে ওই যুবতী। তাঁর কার্ভি ফিগার দেখে উত্তেজনা চরমে পৌঁছাবে আপনার। বোল্ড কায়দায় তাঁর নাচ দেখে লজ্জায় লাল হয়ে যাবেন আপনি। এই যুবতীর নাম শ্বেতা মেহেরা। এই ভিডিও ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক জনপ্রিয় হচ্ছে। প্রচুর মানুষ এই ভিডিওটি দেখেছেন ও ৭১ হাজারের বেশি মানুষ লাইক করেছেন। আপনি যদি এই ভাইরাল ভিডিওটি দেখতে চান তাহলে এখানেই দেখে নিন।
Landman has delivered Paramount+ its biggest season or series premiere ever, setting a new record…
The Young and the Restless is reigniting one of its darkest storylines with the unexpected…
The 74th Miss Universe competition will take place on November 21, featuring more than 120…
The Weeknd has officially made music history with his After Hours Til Dawn tour becoming…
My Bloody Valentine made a major return to live performance with a surprise concert in…
The NYT Connections puzzle for November 21, 2025 left players scratching their heads with one…