নিউজপলিটিক্সরাজ্য

“আমি বেঁচে থাকতে শেষ একটা পরিবর্তন দেখে যেতে চাই”, নন্দীগ্রাম থেকে বক্তব্য মুকুল রায়ের

আমি বেঁচে থাকতে আরও একটা পরিবর্তন দেখে যেতে চাই। নন্দীগ্রামের মাটি থেকেই এইদিন নতুন পরিবর্তনের ডাক দিলেন একদা নন্দীগ্রাম আন্দোলনে শাসক শিবিরের অন্যতম ভরসার মুখ মুকুল রায়( Mukul Roy)

Advertisement

আমি বেঁচে থাকতে আরও একটা পরিবর্তন দেখে যেতে চাই। নন্দীগ্রামের মাটি থেকেই এইদিন নতুন পরিবর্তনের ডাক দিলেন একদা নন্দীগ্রাম আন্দোলনে শাসক শিবিরের অন্যতম ভরসার মুখ মুকুল রায়( Mukul Roy)। এই দিন নন্দীগ্রামের বিজেপি সভা থেকে বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি বলেন,”বেঁচে থাকতে দুনিয়ার শেষ পরিবর্তন টা আমি দেখে যেতে চাই।”

শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari) গেরুয়া শিবিরে যোগ দেওয়ার পরে এই দিন নন্দীগ্রামে প্রথম সভা ডেকেছিলেন। সেই সভায় উপস্থিত ছিলেন মুকুল রায় (Mukul Roy), দিলীপ ঘোষ(Dilip Ghosh) এবং কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargya)। এদিন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি বলেন,”যদি নন্দীগ্রাম আন্দোলনে শুভেন্দুর নেতৃত্বের কথা অস্বীকার করা হয়, তবে তা সত্যের অপলাপ ছাড়া আর কিছুই নয়।”

বক্তব্য রাখতে গিয়ে এইদিন মুকুল রায় আরও বলেছেন,”আমি নন্দীগ্রামের মাটিতে বহুবার এসেছি। নন্দীগ্রামকে আমি চিনি। আমি জানি এখানকার মানুষ কি চায়।” এইদিন মুকুল রায় দাবি করেন,” একসময় নন্দীগ্রামের মানুষের জমি ঘর বাড়ি সব কেড়ে নিতে চেয়েছিল বাম সরকার। সেই আন্দোলনের অন্যতম নেতা ছিলেন শুভেন্দু। পরবর্তীতে তিনি যোগাযোগ রেখেছেন শহিদদের পরিবারের সাথে।” এইদিন মুকুল রায় দাবি করেন, এইবারেও আবার পরিবর্তনের হাওয়া বইছে।

এই বিষয়ে বিজেপির সর্ব ভারতীয় সভাপতি মুকুল রায় বলেন,”পরিবর্তনের হাওয়া উঠেছে আবার। সবার সামিল হতে হবে সেই সভায়। আমি আমার জীবনে দুনিয়ার শেষ পরিবর্তন টিকে দেখে যেতে চাই। ২০০৯ সালে দেখেছিলাম প্রথম পরিবর্তন। সিঙ্গুরের মাটি পবিত্র মাটি। এই মাটি থেকেই বাঁজাতে হবে পরিবর্তনের বাজনা।” এইদিন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি বলেন, এই দিনেও সিঙ্গুর আন্দোলনে মমতার সাথ দেওয়ার জন্য আক্ষেপ করেন তিনি। এমন কি, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে সিঙ্গুরে টাটাদের ফেরানোর জন্য প্রধানমন্ত্রীকেও অনুরোধ করা হবে বলে জানান মুকুল৷

Related Articles

Back to top button