নিউজকলকাতা

পঞ্চাশ হাজার ফুচকা দিয়ে তৈরি হয়েছে কলকাতার এই পুজো মণ্ডপ, এরকম থিম আর হয়তো দেখবেন না

Advertisement

শিল্পীর ভাবনায় কখন কী আসে তা কেই বা বলতে পারবে। প্রতি বছর রাজ্যের আনাচেকানাচে এমন কিছু ঠিঠাকভাবে তৈরি করা হয় যা দেখলে নিজের চোখকেও বিশ্বাস করা কঠিন। এমনই একটি পুজো মণ্ডপের কথা আপনাদের বলতে চলেছি যেটা মাস্ট ওয়াচ। ফুচকা দিয়ে তৈরি করা হয়েছে আস্ত একটা মণ্ডপ। দেখবেন চোখে, হল আসবে জিভে।

বেহালা নতুন দলের পুজো প্রতিবারেই কিছু না কিছু চমক দিয়ে থাকে। এবারেও তার ব্যতিক্রম হয়নি। ফুচকা দিয়ে প্যান্ডেল তৈরি করেছে তারা। প্যান্ডেলে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজারেরও বেশি ফুচকা ব্যবহার করা হয়েছে। ফুচকাগুলি যাতে অনেকদিন পর্যন্ত টাটকা থাকে সে জন্য কৃত্রিম রাসায়নিকের প্রলেপ ব্যবহার করা হয়েছে। মণ্ডপ সাজানোর এই কাজটা করেছেন শিল্পী অয়ন সাহা। জানা গিয়েছে, অয়নকে সাহায্যে করেছেন নেদারল্যান্ডসের দুই শিল্পী।

Durga Puja 2023

দুর্গা পুজো যেমন বাঙালির আবেগ, তেমনই ফুচকাও তাই। দুই আবেগের মেল বন্ধন ঘটানো হয়েছে এই প্যান্ডেলে। অনেকেই হয়তো ভেবেছিলেন এই ফুচকাগুলি হয়তো কৃত্রিম ভাবে তৈরি করা হয়েছে। কিন্তু আসলে তা নয়। কাছে গিয়ে দেখলেই বুঝতে পারবেন ওগুলো আসল।

বাজার থেকে কিনে এনে, রাঁধুনি দিয়ে ভেজে নিয়ে তারপর দেওয়া হয়েছে রাসায়নিক প্রলেপ। এছাড়াও মণ্ডপ সাজানোর কাজে বাঁশ, কাঠ, টিন আরো অনেক কিছু ব্যবহার করা হয়েছে। প্রতিমাকেও একটা বড় গোল ফুচকার মধ্যে রাখা হয়েছে। বেহালায় ১৪ নম্বর বাস স্ট্যান্ড থেকে অল্প এগিয়ে জেমস লং সরনীর আগে ডানদিকের গলির ভেতরে হচ্ছে এই পুজো।

Related Articles

Back to top button