নিউজরাজ্য

৫০ শয্যার সেফ হোম চালু করতে চলেছে বেলুড় মঠ কর্তৃপক্ষ, তাও আবার নিখরচায়

যারা মৃদু আক্রান্ত তাদের জন্য এই হোম তৈরি করা হয়েছে

Advertisement

এবারে করোনাভাইরাস রোগীদের জন্য ৫০ বেডের সেফ হোম চালু করার সিদ্ধান্ত নিল বেলুড় মঠ এবং রামকৃষ্ণ মিশন সারদা পীঠ কর্তৃপক্ষ। শনিবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বেলুড় মঠ কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে ৫০ শয্যাবিশিষ্ট এই সেফ হোম কম উপসর্গ যুক্ত রোগীদের ক্ষেত্রে তৈরি করা হবে। এছাড়া প্রতিটি শয্যায় অক্সিজেন এর ব্যবস্থা করা হবে বলে জানিয়ে দিয়েছে বেলুড় মঠ কর্তৃপক্ষ। বালি নিকটবর্তী এলাকায় রোগীদের ভর্তি করার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর।

বেলুড়মঠে তৈরি করা এই সেফ হোমে জানিয়ে দেওয়া হয়েছে যারা করোনা পজিটিভ ধরা পড়েছেন তারা শীঘ্রই যেন নিজেদের ঘরবন্দি করে ফেলেন। কিন্তু যাদের ঘর ছোট তাদের নিজেকে ঘর বন্দী করে রাখা অসম্ভব, তাই তাদের জন্যই এই নতুন পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে বেলুড় মঠ কর্তৃপক্ষ।

এছাড়াও জানিয়ে দিয়েছেন সেফহোমে উপযুক্ত চিকিৎসক থাকবেন। তার পাশাপাশি মঠের স্বেচ্ছাসেবীরা থাকবেন তাদের চিকিৎসা করার জন্য। চিকিৎসকদের তরফ থেকে যোগাযোগ রাখা হবে অসুস্থ রোগীদের পরিবারের সঙ্গে। তার পাশাপাশি অ্যাম্বুলেন্স পরিষেবা কিভাবে পাওয়া যাবে সমস্ত কিছু মঠের স্বেচ্ছাসেবীদের হাতে থাকবে।

বেলুড় মঠ জানিয়ে দিয়েছে, ছাত্র-ছাত্রী এবং ভক্তদের তাদের সাধ্যমতো দান করতে হবে। আগামী ছয় মাসের জন্য এই পরিষেবা চালানোর জন্য বেলুড় মঠের ন্যূনতম অর্থের পরিমাণ ৮০ লক্ষ্য। তাই এত বড় একটা পরিমাণ টাকা পেতে গেলে সবাইকে অনুদান দিতে হবে। এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ পরিষেবা এবং পরিকাঠামো প্রয়োজন পড়বে। পাশাপাশি চারজন করে ডাক্তার এবং ৬ জন করে নার্স অনবরত ডিউটিতে থাকবেন। পালস অক্সিমিটার এবং জরুরি ভিত্তিক বিভিন্ন ঔষধ মজুদ করা হবে এখানে।

Related Articles

Back to top button