ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, দেবপ্রিয়া সরকার : প্রতিটি রান্নাঘরে আদা খুবই পরিচিত একটি মসলা। আদা শুধু মসলা হিসেবে নয়; প্রাচীনকাল থেকে এটি বিভিন্ন শারীরিক সমস্যা সমাধানেও ব্যবহার করা হয়ে থাকে। আদা বমি বমি ভাব, হজমের সমস্যা ইত্যাদি সমাধানে বিশেষ উপকারী। এছাড়া আদা আরো শারীরিক সমস্যার সমাধান করতে সক্ষম। জেনে নিন প্রতিদিন আদা খাওয়ার কিছু উপকারিতা-
১: প্রদাহরোধী হিসেবে আদা খুবই উপকারী একটি উপাদান। এটি পেশী ও গাঁটের ব্যথা কমাতে খুবই উপকারী।
২: বমি ভাব কমাতে আদা খুবই উপকারী। বিশেষ করে গর্ভাবস্থায় এটি বেশি প্রয়োজনীয়।
৩: ক্যানসারের কোষ ধ্বংস করতে আদা বিশেষ ভূমিকা রাখে।
৪: আদার মধ্যে থাকা আঁশ পাচক রস নিঃসরণ করে হজম শক্তি বৃদ্ধিতে সাহায্য করে।
৫: আদা শরীরের বাজে কোলেস্টেরল দূর করে হৃদরোগের ঝুঁকি কমাতে করতে সাহায্য করে।
৬: আদার মধ্যে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ও বায়োঅ্যাকটিভ উপাদান মস্তিষ্কের কার্যক্রম বৃদ্ধি করতে সাহায্য করে।
৭: প্রতিদিন দু গ্রাম আদা খেলে এটি টাইপ টু ডায়াবেটিস প্রতিরোধ করে।