Today Trending Newsনিউজরাজ্য

Rattirer Sathi: রাজ্যে নারী-নিরাপত্তায় নতুন পরিকল্পনা, ঘোষিত হল ‘রাত্তিরের সাথী’ প্রকল্প

নতুন একটি প্রকল্প শুরু করার কথা ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পের নাম রাখা হয়েছে রাত্তিরের সাথী (Rattirer Sathi)। 

Advertisement

আরজি করের ঘটনায় দেশ জুড়ে প্রতিবাদের ঝড়। রাস্তায় নেমে দেখানো হচ্ছে প্রতিবাদ। রাজ্য সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন কেউ কেউ। মহিলাদের নিরাপত্তা আরও বৃদ্ধি করার জন্য এবার বড় পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার। শনিবার নতুন একটি প্রকল্প শুরু করার কথা ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পের নাম রাখা হয়েছে রাত্তিরের সাথী (Rattirer Sathi)।

ঘটনার গুরুত্ব বুঝে বড় পদক্ষেপ

আরজি করের ঘটনায় চমকে উঠেছে গোটা দেশ ও রাজ্য। এমনকি বিদেশেও পৌঁছে গিয়েছে এই খবর। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনাকে কেন্দ্র করে একের পর এক পোস্ট। ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এমন পরিস্থিতিতে রাজ্য সরকার কী পদক্ষেপ নেয়, সে দিকে তাকিয়ে ছিল সাধারণ মানুষ। ঘটনার গুরুত্ব বুঝে বড় পদক্ষেপ নিয়েছে প্রশাসন। শুরু করা হল নতুন প্রকল্প। যারা নাইটশিফটে কাজ করেন, তাঁদের জন্য এই বিশেষ কর্মসূচি।

একাধিক দফতরের উদ্যগে রাত্তিরের সাথী প্রকল্প

রাত্তিরের সাথী প্রকল্পের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রীর মুখ্য পরামর্শদাতা আলাপন বন্দ্যোপাধ্যায়। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই উদ্যোগের কথা তিনি জানিয়েছেন। আলাপন জানিয়েছেন, একাধিক দফতরের যৌথ উদ্যগে চালু করা হল রাত্তিরের সাথী প্রকল্প। পুলিশ পেট্রলিং চলবে মেডিক্যাল কলেজগুলোতে। সিকিউরিটি ফোর্স রাখা হবে হাসপাতালে। মহিলা চিকিৎসক ও নার্সদের যাতে ১২ ঘণ্টার বেশি কাজ না করানো হয় সে ব্যাপারে খেয়াল রাখা হবে। মহিলাদের জন্য থাকবে আলাদা রেস্ট রুম ও টয়লেটের বন্দোবস্ত।

তৈরি করা হবে সেফ জোন

নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য সিসিটিভি ব্যবহার করে তৈরি করা হবে সেফ জোন। সেই সঙ্গে থাকছে হেল্প লাইন নম্বর। জরুরি ভিত্তিতে ব্যবহার করা যাবে ১০০ বা ১১২ ব্যবহার করতে পারবেন। বিশাখা কমিটি বাধ্যতামূলক করা হচ্ছে। মহিলাদের নাইট শিফটের ব্যাপারেও থাকছে নতুন নিয়ম। একসঙ্গে একাধিক মহিলা বা টিমে থেকে কাজ করার ব্যাপারে পরামর্শ দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে।

Related Articles

Back to top button