আগামী বুধবার থেকে চালু করা হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা। আজ দক্ষিণ পূর্ব রেল হতে জানিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন রুটের ট্রেন সংখ্যা। সূত্র হতে জানা গিয়েছে যে আগের সময়সূচী মেনেই চলবে ট্রেন। প্রতিদিন ৪০ টি ট্রেন এবং ৪১ টি ডাউন ট্রেন চলবে বলে জানা গিয়েছে।
দক্ষিণ-পূর্ব রেল সূত্র হতে জানা গিয়েছে যে ৪০ টি আপ ট্রেনের মধ্যে হাওড়া-মেদিনীপুর রুটে চালানো হবে ১৩ টি লোকাল ট্রেন। ৮ টি লোকাল চলবে হাওড়া-পাঁশকুড়ার মাঝে। এছাড়া চলবে হাওড়া-আমতা এবং হাওড়া-খড়গপুরের মধ্যে ও ৪টি লোকাল ট্রেন। ২ টি করে ট্রেন চলবে সাঁতরাগাছি-মেচেদা রুটে। ২টি ট্রেন চলবে হাওড়া-মেচেদা এবং হাওড়া-হলদিয়া রুটেও। এছাড়া ১ টি করে ট্রেন চলবে শালিমার-সাঁতরাগাছি, মেচেদা-দিঘা রুটে।
অপরদিকে দিনে চলবে ৪১ টি ডাউন ট্রেন। সেই ৪১ টি ডাউন ট্রেনের মধ্যে ১২ টি লোকাল ট্রেন চলবে মেদিনীপুর-হাওড়া রুটে। ৮ টি লোকাল চলবে পাঁশকুড়া-হাওড়ার মাঝে। সূত্র হতে জানা গিয়েছে যে কাউন্টার থেকেই তোলা যাবে সিজন টিকিট। লকডাউনের জন্য ফুরিয়ে গিয়েছে অনেকেরই সিজন টিকিটের মেয়াদ। তারা খুব সহজে কাউন্টার থেকে বাড়িয়ে নিতে পারবেন তার মেয়াদ। ভিড় নিয়ন্ত্রণে রেলকে সাহায্য করছে রাজ্য সরকার।
প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি রেল-রাজ্য বৈঠকে বুধবার থেকে লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া কোনো যাত্রী দাঁড়িয়ে যেতে পারবেন না বলেও নির্দেশ দেওয়া হয় এই বৈঠকে। নবান্ন সূত্রে খবর , প্রতি কামরায় এক থেকে দুই জন পুলিশ কর্মী রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ট্রেনকে মেট্রোর নিতি তে চালানোর কথাও চিন্তা করা হয়েছে এই বৈঠকে। জানা গিয়েছে যে বৃহস্পতিবার আরও একবার বৈঠক করতে চলেছে রেল ও রাজ্য। সেখানেই ঠিক করা হবে বাকি সমস্ত নিয়মবিধি।