ভারতের জাতীয় খেলা কবাডি। ক্রিকেট ভারতে সর্বাধিক জনপ্রিয় হলেও বর্তমান সময়ে কবাডিও খুব জনপ্রিয়তা লাভ করেছে। কবাডি খেলার উন্নতিকল্পে ভারতে শুরু হয়েছে প্রো কবাডি, যার এটা সপ্তম মরসুম। এই বছর যেমন অনেক যুবক প্লেয়ার নিজেদের পারফরম্যান্সে সবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে তেমনি অনেক প্লেয়ার নিজের ছন্দ হারিয়েছে।
কাল, শনিবার প্রো কবাডি সিজন-৭ এর ফাইনাল ছিল বেঙ্গল ওয়ারিয়র্স এবং দাবাঙ্গ দিল্লি কেসি এর সাথে। পুরো টুর্নামেন্টে প্রদীপ নরবাল, পবন শেহরাওত, নবীন কুমার, ফজন আত্রাচলী নিজেদের ছাপ রাখলেও ফাইনেলের ট্রফি সবার কাছ থেকে ছিনিয়ে নিল মনিন্দর সিংয়ের বেঙ্গল ওয়ারিয়র্স। অবশ্য কাঁধের চোটের জন্য তিনি শেষ দুটি ম্যাচ খেলতে পারেননি। তার অনুপস্থিতিতে ইরানি প্লেয়ার মহম্মদ নবিবক্স টিম পরিচালনার সাথে খুব ভালো পারফরম্যান্স করেছেন।
এছাড়াও জিভা কুমার, কে প্রপঞ্চন, বলদেব সিং, রিঙ্কু নরবাল, সুকেশ হেগড়েও খুব ভালো পারফরম্যান্স করেছেন। এই মরশুমে এই টিমের কোচ ছিলেন বিসি রমেন। এটাই বেঙ্গল ওয়ারিয়র্সের প্রথম প্রো কবাড্ডির কপ জয়। ফাইনালে নবীন কুমার খুব ভালো খেললেও ৩৯-৩৪ এর ব্যবধানে শেষ হাসি হাসল কলকাতাবাসী