কলকাতা: প্রয়াত হলেন অভিনেতা ইন্দ্রজিৎ দেব (Indrajit Deb)। বয়স হয়েছিল ৭৩ বছর। আজ, শনিবার (Saturday) ভোররাতে গোলপার্কে (Goal Park) নিজের বাড়িতেই মারা যান প্রখ্যাত এই অভিনেতা। পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই সিওপিডির পেশেন্ট ছিলেন তিনি। কিডনির সমস্যাতেও ভুগছিলেন তিনি। বছর খানেক আগে স্ত্রীকে হারান অভিনেতা ইন্দ্রজিৎ দেব। তাঁর স্ত্রীর ক্যানসার হয়েছিল। স্ত্রীর মৃত্যুর পর ভাইদের সঙ্গে একই বাড়িতে থাকতেন অভিনেতা।
তিনি নিঃসন্তান ছিলেন। তেরো পার্বণ ধারাবাহিক দিয়ে নিজের কেরিয়ার শুরু করেন ইন্দ্রজিৎ। আড্ডাটাইমস প্রযোজিত ‘অ্যাডভেঞ্চারস অব গোগোল’-এও অভিনয় করেছিলেন তিনি। এ ছাড়াও জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘করুণাময়ী রাণী রাসমণী’তেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে। তাঁর মৃত্যুতে টলিউডে নেমেছে শোকের ছায়া।
সুদিপ্তা চক্রবর্তী আক্ষেপ করে বলেন, ‘জোছন জ্যেঠু (দস্তিদার), চন্দ্রা জেঠিমা(দস্তিদার), দেবাংশু দা (সেনগুপ্ত), বাবা (বিপ্লব কেতন চক্রবর্তী), শেখরদা (অধিকারী), বুড়োদা (ইন্দ্রনীল হালদার), গুলাই কাকু (ইন্দ্রজিৎ দেব) …… সবাই চলে গেল। ছোটবেলাটা হারিয়ে যাচ্ছে ক্রমশঃ!’