টেক বার্তা

PUBG-এর বিকল্পে যে ৫টি গেম খেলতে পারেন

Advertisement

সম্প্রতি লাদাখে নতুন করে ভারতের সঙ্গে সংঘাতে জড়িয়েছে চিন। আর এই পরিস্থিতিতে ফের ভারতের তরফে শুরু হল ‘ডিজিটাল স্ট্রাইক’। বুধবার থেকে ভারতে নিষিদ্ধ হয়ে গেল পাবজি মোবাইল -সহ ১১৮টি চিনা অ্যাপ। কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রক জানিয়ে দিয়েছে ৬৯ এ ধারায় এই অ্যাপগুলি ব্যবহার নিষিদ্ধ করা হচ্ছে দেশের সুরক্ষা ও অখণ্ডতার স্বার্থে। তারপর থেকেই গেমাররা পাবজি মোবাইলের বিকল্প কোন গেমের সন্ধান করছে। Epic Games এর ফোর্টনাইট পাবজি মোবাইলের বিকল্প হলেও গেমটি বেশিরভাগ অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসে চলে না। আসুন পাবজি মোবাইলের বিকল্প সেরা পাঁচটি গেমের তালিকা দেখে নিন:

১) Call of Duty:
Call of Duty ফাস্ট পারসন (FPS) মোডের সবচেয়ে পুরনো গেম। এই গেমটিতে আগে শুধুমাত্র ডেথ ম্যাচ, সার্চ ইত্যাদি মোড খেলা যেত। কিন্তু সম্প্রতি কল অফ ডিউটি মোবাইল আসার পর গেমটিতে পাবজি মোবাইলের মত ব্যাটেলফিল্ড মোড খেলা যায়। এতে একটি ম্যাপের মধ্যে ১০০ জন খেলোয়াড়ের নেমে বন্দুক খুঁজে খেলা শুরু হয়। এই গেমটির গ্রাফিক্স খুবই ভালো এবং আসল এর মতই মনে হয়। Activision এর Call of Duty গেমটির অ্যাপেল প্লে স্টোরে রেটিং ৪.৮ এবং ইনস্টল করতে ১.৯ জিবি স্টোরেজ নেয়। অপরদিকে গুগোল প্লে স্টোরে গেমটির রেটিং ৪.৫ এবং ইন্সটল করতে ১.৫ জিবি স্টোরেজ নেয়। গুগোল প্লে স্টোরে গেমটির ১০০ মিলিয়ন ডাউনলোড আছে।

২) Garena Free Fire:
Garena Free Fire গেমটি ২০১৭ সালে প্রথম এসেছিল। তারপর থেকে প্রায়ই আপডেট হয়। এই গেমটিতেও পাবজি মোবাইলের মত একটি ম্যাপে ৫০ জন খেলোয়াড় নামতে পারবে। তারপর বন্দুক চালানো, গাড়ি চালানো, অন্যান্য জায়গায় যাওয়া ইত্যাদি সবই করা যাবে। গেমটি সম্প্রতি গুগোল প্লে স্টোরের Editor’s choice এ এসেছে। প্লে স্টোরে গেমটির ৫০০ মিলিয়ন ডাউনলোড শুনেই গেমটির জনপ্রিয়তা বোঝাই যাচ্ছে। গুগল প্লে স্টোরে গেমটির রেটিং ৪.১ এবং ইন্সটল করতে খরচ করতে হবে মাত্র ৫৮০ এমবি ডাটা। অপরদিকে অ্যাপের প্লে ষ্টোর গেমটির রেটিং ৪ ও ইনস্টল করতে ১.৪ জিবি স্টোরেজ লাগবে।

৩) Battle Royale 3d – Warrior63:
Battle Royale 3d – Warrior63 গেমটিতে পাবজি মোবাইলের মত একটি ম্যাপে নেমে বিল্ডিং ও কন্টিনারের মাঝে খেলোয়াড়রা সামনাসামনি যুদ্ধ করবে। এই গেমটিতে ৪×৪ কিলোমিটারের একটি ম্যাপ আছে যাতে পাহাড়, জঙ্গল, জলাভূমি সবই পাওয়া যাবে। গুগল প্লে স্টোরে গেমটির রেটিং ৩.৯ এবং ইন্সটল করতে খরচ করতে হবে মাত্র ৯৯ এমবি ডাটা। অপরদিকে অ্যাপের প্লে ষ্টোর গেমটির রেটিং ৩.৯ ও ইনস্টল করতে ৩১৮.১ এমবি স্টোরেজ লাগবে। গেমটি সাধারণ বাজেট ফোনেও নির্বিঘ্নে চলবে।

৪) Hopeless Land: Fight for Survival:
Hopeless Land: Fight for Survival গেমটিতে পাবজি মোবাইলের মত একটি ওপেন ওয়ার্ল্ড ম্যাপ থাকবে। সেই ম্যাপে ১২১ জন খেলোয়াড় নামতে পারবে। এছাড়াও গেমটিতে হেলিকপ্টার চালানো যাবে। গুগল প্লে স্টোরে গেমটির রেটিং ৩.৯ এবং ইন্সটল করতে খরচ করতে হবে মাত্র ৩৪৬ এমবি ডাটা। অপরদিকে অ্যাপের প্লে ষ্টোর গেমটির রেটিং ৩.৯ ও ইনস্টল করতে ৪৮৭.২ এমবি স্টোরেজ লাগবে। গেমটি সাধারণ বাজেট ফোনেও নির্বিঘ্নে চলবে।

৫) Ark: Survival Evolved:
Ark: Survival Evolved গেমটি পাবজি মোবাইলের থেকে সামান্য আলাদা। এই গেমটিতে ডাইনোসর পাওয়া যাবে। গেমটিতে ৮০ এর বেশি ডাইনোসর থাকবে যাদের কলাকৌশলে ট্রেন করতে হবে। এছাড়াও গেমে পাহাড়, জলভূমি, আন্ডারগ্রাউন্ড ইত্যাদির ব্যবহার করা হয়েছে। গুগল প্লে স্টোরে গেমটির রেটিং ৪ এবং ইন্সটল করতে খরচ করতে হবে মাত্র ২.৪ জিবি ডাটা। অপরদিকে অ্যাপের প্লে ষ্টোর গেমটির রেটিং ৪.৫ ও ইনস্টল করতে ২ জিবি স্টোরেজ লাগবে।

Related Articles

Back to top button