বর্তমানে জীবনের প্রতিটি মুহূর্তে ইন্টারনেট অপরিহার্য হয়ে উঠেছে। নয়া প্রজন্ম ইন্টারনেট ছাড়া এক পা হাঁটতে পারে না আজকাল। এই ইন্টারনেট নির্ভরতা বিপদ ডেকে আনতে পারে যে কোন মুহূর্তে।
বিজ্ঞানের অসামান্য অগ্রগতি মানুষকে যন্ত্রের প্রতি ব্যাপক হারে নির্ভরশীল করে তুলেছে। মানব জীবনে প্রযুক্তির এই অবদান কি সত্যিই খুব প্রয়োজন? নাকি এই নির্ভরতা বিপদ ডেকে আনছে বর্তমান প্রজন্মের ছেলেমেয়েদের ওপর? ওয়াইফাই ব্যবস্থার ওপর চালানো এক পরীক্ষা কিন্তু বিপদেরই ঈঙ্গিত দিচ্ছে। ওয়াইফাই-এর রেডিয়েশন শরীরের ব্যাপক ক্ষতি করছে বলে জানা গিয়েছে। এই রেডিয়েশনের কারণে শরীরে অনেক জটিল রোগ বাসা বাঁধছে।
কারণ, বেশিরভাগ সংস্থায় ওয়াইফাই-এ যে রাউডার ব্যবহার করছে তা অনুন্নত ও কম দামী। এই সমস্ত রাউডার থেকে নির্গত রেডিয়েশন থেকে প্রাপ্ত বয়স্কদের পাশাপাশি শিশুদেরও শারীরিক ক্ষতি করছে। এছাড়া, গাছের বৃদ্ধিতেও ক্ষতিকর প্রভাব ফেলছে এই রেডিয়েশন।