Bhabi Ka Pathsaala: গ্রামের বৌদির প্রেমে গদগদ দুই যুবক, ভুলেও কারও সামনে ক্লিক করবেন না

বর্তমান যুগে আজকের প্রজন্মের কাছে ওয়েব সিরিজ বিনোদনের অন্যতম একটি মাধ্যম। নিজেদের সুবিধামতো সময়ে নিজেদের পছন্দমতো ওয়েব সিরিজ দেখতে পারেন দর্শকরা। বলাই বাহুল্য, এই মুহূর্তে একাধিক ওয়েব প্ল্যাটফর্ম রয়েছে, যারা সবসময় তাদের দর্শকদের মনের মতন সিরিজ নিয়েই হাজির থাকে মনোরঞ্জনের উদ্দেশ্যে। আর সেইসমস্ত প্ল্যাটফর্মগুলির মধ্যে ‘টাক’ অন্যতম।

উল্লেখ্য, বর্তমানে দর্শকমহলের একাংশ বোল্ড ওয়েব সিরিজ দেখতে বেশ পছন্দ করেন। রীতিমতো উপভোগ করেন সিরিজের প্রতিটি দৃশ্য। ‘টাক’ তার দর্শকদের জন্য একের পর এক নিয়ে এসেছে বোল্ড ওয়েব সিরিজ, যা একা দেখলেও লাজ্জা লেগে যায় নিজেরই। সম্প্রতি তেমনই টাকের আরো একটি সিরিজ তার প্রয়োজনের থেকে অতিরিক্ত সাহসী দৃশ্যের সূত্র ধরেই চর্চায় উঠে এসেছে। পুনরায় তাপমাত্রা বাড়িয়েছে সোশ্যাল মিডিয়ার পাশাপাশি দর্শকদের মনেরও।‌

মাত্র কয়েক ঘণ্টা আগেই ‘টাক’এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে একটি নতুন ওয়েব সিরিজের ট্রেলার মুক্তি পেয়েছে। নাম ‘ভাবি কি পাঠশালা’। এই সিরিজে অনেকগুলো গ্রাম্য চরিত্রকে একসাথে বর্ণনা করা হয়েছে। গল্প অনুযায়ী, একটি গ্রামে একজন মান্নিগন্নি কাকার ছেলের শিক্ষিত ও আকর্ষণীয় বৌয়ের প্রেমে পড়ে যায় ঐ গ্রামেরই দুই যুবক। পরে তারা সেই কাকার কাছ অনুমতি চায় থেকেই তাদের প্রিয় বৌদির কাছে ইংরেজি শেখার জন্য। প্রথমে ঐ গ্রামের কাকা তাদের অনুমতি না দিলেও পরে অনুমতি তারা পেয়ে যায়। আর এর পরেই ঐ দুই যুবক ধীরে ধীরে ইংরেজি শিক্ষার নামে প্রিয় বৌদির সাথে জড়িয়ে পড়ে অবৈধ সম্পর্কে। এরপর গল্প কোন দিকে মোর নেবে! সেকথা জানতে দেখতে হবে গোটা সিরিজটি।‌ আর তার জন্য আরো কয়েকটা দিন অপেক্ষা করতে হবে দর্শকদের। উল্লেখ্য, ২৩’শে জুনই মুক্তি পেতে চলেছে এই সিরিজটি।