Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

এখন রেল স্টেশনগুলিতে সস্তায় রেশন পাওয়া যাবে, এই স্টেশনগুলিতে শুরু হল এই বিশেষ সুবিধা

Updated :  Thursday, March 21, 2024 10:52 PM

কেন্দ্রীয় সরকার এই মুহূর্তে ভারতের সাধারণ মানুষের জন্য বেশ কিছু সরকারি প্রকল্প চালাচ্ছে যেখানে সুলভ মূল্যে গম এবং চালের সুবিধা পাওয়া যায়। সব থেকে বড় বিষয়টা হলো রেল স্টেশনে আপনি সস্তায় আটা এবং চাল পেয়ে যেতে পারেন। রেলের তরফে এই নতুন উদ্যোগ শুরু করা হয়েছে যাতে আপনি স্টেশনে বসে আটা এবং চাল পেয়ে যাবেন। এই চাল এবং আটা পাওয়া যাবে ভারত ব্র্যান্ডের তরফ থেকে। ইতিমধ্যেই উত্তর-পূর্ব রেলের তরফে এই উদ্যোগটি গ্রহণ করা হয়েছে। স্টেশনের কাছাকাছি বসবাসকারী মানুষ বিক্রেতা এবং দৈনন্দিন যাত্রীরা প্রতিদিন এর মাধ্যমে দারুন সুবিধা গ্রহণ করতে পারবেন। এখান থেকে শুধুমাত্র স্টেশন চত্বরে রেশন বিক্রি করা হবে।

এই ব্যবস্থা ৩ মাসের জন্য

এই নতুন ব্যবস্থার মাধ্যমে আপনি ভারতের যে কোন স্টেশন থেকে আটা এবং চাল কিনতে পারবেন। মোবাইল ভ্যান এর মাধ্যমে স্টেশন চত্বরে আটা এবং চাল বিক্রি করা হবে। বর্তমানে পরীক্ষামূলকভাবে এটা করা হচ্ছে এবং তিন মাসের জন্য এই ব্যবস্থা চালু করা হবে। জনগণের থেকে ভালো সাড়া পেলে এই ব্যবস্থা নিয়মিত করা হবে।

রেলস্টেশনে ২৪ ঘণ্টা মোবাইল ভ্যান থামবে

রেল স্টেশনে ২৪ ঘন্টার জন্য থাকবে এই মোবাইল ভ্যান। তবে এই মাত্র দু ঘন্টার জন্য কেনাবেচা করার সুবিধা রয়েছে। মোবাইল ভ্যান বিক্রেতাদের ঘোষণা করতে দেওয়া হবে না তাদের প্রোডাক্ট এর ব্যাপারে। কেবল নিজের প্রচারের জন্য ব্যানার লাগাতে পারেন রেল স্টেশনে। তিন মাসের বিক্রয়ের জন্য নির্বাচিত এজেন্সিতে কোন পরিবর্তন হবে না। যদি শুধুমাত্র এই ব্যানার দেখে মানুষজন আসেন, তবেই বিক্রি করা সম্ভব হবে এই চাল এবং আটা।

১ কেজি আটা ও চালের দাম কত হবে?

মোবাইল ভ্যান এর মাধ্যমে বিক্রি হওয়া আটা এবং চাল উভয়ের দাম নির্ধারণ করা হয়ে গিয়েছে ইতিমধ্যেই। ভারত কোম্পানির আটা আপনি পেয়ে যাবেন প্রতি কেজি ২৭.৫০ টাকা করে। অন্যদিকে প্রতি কেজি চালের দাম রাখা হয়েছে ২৯ টাকা। এই মুহূর্তে ভারতের ৫০৫টি রেলওয়ে স্টেশনে এই সুবিধা চালু করা হয়েছে। লখনউ, গোরখপুর, ছাপরা এবং বেনারস সহ অনেক স্টেশনের নাম এতে অন্তর্ভুক্ত রয়েছে।