Today Trending Newsদেশনিউজ

২০২০-র প্রথম ভারত বনধ : ২৫ কোটি মানুষ ধর্মঘটে অংশ নিতে পারে, ধর্মঘটীদের সতর্ক করেছে সরকার

Advertisement

দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের আহ্বানে আজ প্রায় ২৫ কোটি মানুষ সর্বভারতীয় ধর্মঘটে অংশ নেবে। ১৪ দফা দাবিতে বছরের শুরুতেই এই ভারত বনধের ডাক দেওয়া হয়েছে। আজকের এই ধর্মঘটে অংশ নেওয়া ট্রেড ইউনিয়নগুলি হ’ল আইএনটিইউসি, আইআইটিইউসি, এইচএমএস, টিইউসিসি, এসইডব্লিউএ, এআইসিসিটিইউ, সিটু, এআইইউটিইউসি, এলপিএফ, এবং ইউটিইউসি।

এদিকে গতকালই সরকারি দপ্তরের কর্মীদের ভারত বনধে যোগ না দেওয়ার আহ্বান জানিয়েছে সরকার। সরকারি অফিসগুলোতে জানানো হয়েছে, ‘প্রতিবাদসহ যে কোনও রূপে ধর্মঘট অংশগ্রহণ করলে কর্মচারীদের তার পরিণতি ভোগ করতে হবে। যার ফলস্বরূপ বেতন কাটা ছাড়াও উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।’ একইসঙ্গে যোগ করা হয়েছে, ‘কোন সরকারি মন্ত্রক বা বিভাগের বিভিন্ন কাজ সম্পাদনের জন্য উপযুক্ত তাৎক্ষণিক পরিকল্পনাও কার্যকর করা যেতে পারে।’

আরও পড়ুন : বামেদের ডাকা ভারত বনধ, মানুষের জন্য বড় সিদ্ধান্ত মমতা প্রশাসনের

উন্নয়নের পক্ষে বাধাদানকারী আজকের এই বনধকে সমর্থন করেননি। তবে, এমডিএমকে এবং ডিএমকে আজকের এই ধর্মঘটকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে। ডিএমকে সভাপতি এম কে স্ট্যালিন বলেন, ‘কেন্দ্রের বিজেপি-নেতৃত্বাধীন সরকার শ্রমিকদের অধিকার রক্ষার পরিবর্তে তা ছিনিয়ে নেওয়ার দিকে মনোনিবেশ করেছে।’

শিবসেনাও আজকের এই সর্বভারতীয় ধর্মঘটে যোগ দেবে। শিবসেনার রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত সেকথা জানিয়ে বলেন, ‘আপনারা অনেকে আমাকে এখানে দেখে অবাক হয়েছেন। তবে এদেশের শ্রমিকদের কারণেই এই ধর্মঘট সংহতিপূর্ণ। বিগত পাঁচ বছরে, সরকার বহু শ্রমিক বিরোধী নীতিমালা শুরু করেছে যার আমরা কঠোর বিরোধিতা করছি।’ বিজেডিও এই ধর্মঘটকে সমর্থন জানিয়েছে।

Related Articles

Back to top button