২০১৯ সালের মিস ইংল্যান্ড খেতাব জিতেছিলেন তিনি। তিনিই ছিলেন প্রথম বাঙালি বিলেত সুন্দরী। মিস ইংল্যান্ড খেতাব জয়ের পর দিনই জুনিয়র ডাক্তার হিসেবে লিঙ্কনশায়ারের হাসপাতালে যোগ দিয়ে বিশ্ব জুড়ে সাড়া ফেলেছিলেন বঙ্গতনয়া ভাষা মুখোপাধ্যায়। এবার আবার শিরোনামে উঠে এলেন তিনি। পেশায় চিকিৎসক হলেও পরে সমাজসেবায় মনোনিবেশ করেছিলেন এই বঙ্গ তনয়া। এবার আবার স্টেথোস্কোপ তুলে নিলেন তিনি। করোনা মহামারির এই সংকটময় পরিস্থিতিতে ব্রিটেনের মানুষের পাশে দাঁড়াতে আবার নিজের পুরানো পেশায় ফিরে এলেন তিনি।
তিনি বলেন, ‘খেতাব জয়ের বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সমাজসেবার কাজে যোগ দেওয়ার জন্য ডাক আসে। ফলে সে সময় ডাক্তারি ছেড়ে দিয়েছিলাম। কিন্তু ব্রিটেনে আমার সহকর্মীরা এখন সংকটের মধ্যে রয়েছে। তাই তাদের ডাকে সাড়া দিয়ে আবার নিজের পুরানো পেশায় ফিরে এলাম।’ একইসঙ্গে তিনি আরও যোগ করেন, ‘যেখানে প্রতিদিন এত মানুষ মারা যাচ্ছে সেখানে সৌন্দর্যের মুকুটের কোন মূল্য নেই। ইংল্যান্ড আমাকে সেরা সুন্দরী বেছে নিয়েছিল, এবার তাদের পাশে দাঁড়িয়ে তাদের মর্যাদা দিতে চাই।’ ফিরে এসে তিনি আবার বস্টনের পিলগ্রিম হাসপাতালে চিকিৎসার কাজে যোগ দিয়েছেন।
এতদিন বিভিন্ন দেশে সমাজসেবার কাজে যুক্ত ছিলেন তিনি। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো আফ্রিকা, তুরস্ক, ভারত, পাকিস্তান প্রভৃতি। এছাড়াও বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবেও কাজ করেছেন মিস ইংল্যান্ড জয়ী ভাষা মুখোপাধ্যায়।