অসাধারণ অভিনয় এবং দুর্দান্ত পারফর্মেন্সে ভাইরাল সমর সিংয়ের নতুন গান, দেখুন ভিডিও

আপনারা যারা ভোজপুরি সিনেমা জগতের সঙ্গে সামান্য যোগাযোগ রাখেন তারা অবশ্যই ভোজপুরী তারকা সমর সিংয়ের ব্যাপারে খোঁজ রাখবেন। আপনারা সকলেই জানেন, এই ভোজপুরি কারকার একেবারে নতুন একটি গান বর্তমানে মার্কেটে…

Avatar

আপনারা যারা ভোজপুরি সিনেমা জগতের সঙ্গে সামান্য যোগাযোগ রাখেন তারা অবশ্যই ভোজপুরী তারকা সমর সিংয়ের ব্যাপারে খোঁজ রাখবেন। আপনারা সকলেই জানেন, এই ভোজপুরি কারকার একেবারে নতুন একটি গান বর্তমানে মার্কেটে রিলিজ হয়ে গেছে। এই গানের নাম দেওয়া হয়েছে “দিয়াওয়া বুতেত নৈখে পিয়বা সুতত নইখে”।

অসাধারণ অভিনয় এবং দুর্দান্ত পারফর্মেন্স এর মাধ্যমে সমরের এই গানটি বর্তমানে মার্কেটে একেবারে রমরমিয়ে চলছে। এটি আদতে একটি রোমান্টিক গান এবং এখানে তিনি নিজের বিবাহিত প্রেমিকার সঙ্গে দেখা না হওয়া নিয়ে বিরক্ত আছেন। এই ভিডিওতে দেখা গেছে অভিনেত্রী নিজের স্বামীর ব্যাপারে তার প্রেমিককে জানাচ্ছে। এখানেই এই গানের বিশেষত্ব।

এই গানটি গেয়েছেন সমর সিং এবং এই গানটির কথা লিখেছেন এস কে আনন্দ এবং অমিত প্রেমী। এই গানের সংগীত দিয়েছন মিউজিক এডিআর। ইতিমধ্যেই তাদের অফিসিয়াল চ্যানেলে এই গানের প্রায় লক্ষাধিক ভিউ হয়ে গেছে।