বিগত কয়েক বছর ধরে সোশ্যাল মিডিয়ায় নিজেদের আধিপত্য বিস্তার করেছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। শুরুর দিকে কয়েকটি সিনেমার মাধ্যমে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির যাত্রা শুরু হলেও বর্তমানে এই ইন্ডাস্ট্রি থেকে প্রতিনিয়ত রিলিজ করা হচ্ছে রোমান্সে পরিপূর্ণ অ্যালবাম গানের ভিডিও। যেগুলি মুহূর্তের মধ্যে লাখ লাখ ভিউস অর্জন করে নিচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আমরা আপনাদের বলি, ইতিপূর্বে নিশ্চয়ই আপনি খেসারি লাল যাদব, পবন সিং কিংবা নিরহুয়ার কন্ঠে একাধিক গান উপভোগ করেছেন সোশ্যাল মিডিয়ায়। তবে আজ আমরা আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে এসেছি, সেটিতে আপনি পাবেন সম্পূর্ণ নতুনত্ব স্বাদ।
ইউটিউবে ভোজপুরি গানের ক্রেজ
ইউটিউবে ভাইরাল হওয়া ভিডিওটিতে রোমান্টিক দৃশ্যে অভিনয়ের পাশাপাশি কন্ঠ দিতে দেখা গেছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির চকলেট বয় নীলকমল সিংকে। আমরা আপনাদের বলি, ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির জগতে নীলকমল সিংকে উদীয়মান তারকা হিসেবে বিবেচনা করা হয়। যিনি অভিনয়ের পাশাপাশি একাধিক গানে নিজের সুমধুর কন্ঠ দিয়ে বারবার আলোচিত হয়েছেন সোশ্যাল মিডিয়ায়। ফলে তার রোমান্টিক গানের ভিডিওগুলি সোশ্যাল মিডিয়ার নজরে আসা মাত্রই ভাইরাল হয়ে পড়ে চোখের পলকে।
ভাইরাল ভিডিওর বিবরণ
বর্তমানে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির চকলেট বয় নীলকমল সিংয়ের ‘কামারিয়া দোলে’ গানটি রীতিমতো ভাইরাল হচ্ছে ইউটিউবে। যেখানে তাকে কিউট অভিনেত্রী সৃষ্টি উত্তরাখণ্ডির সঙ্গে রোমান্স করতে দেখা গেছে। আমরা আপনাদের বলি, নিজের কিউটনেসের মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যে ভোজপুরি অভিনেত্রী সৃষ্টি উত্তরাখণ্ডি বেশ জনপ্রিয়তা লাভ করেছেন। ফলে নীলকমল সিংয়ের সাথে উদীয়মান অভিনেত্রী ও সৃষ্টি উত্তরাখণ্ডির রোমান্টিক গানের মুহূর্ত গুলি বেশ পছন্দ করেছে বিনোদনপ্রেমীরা। রইল ভাইরাল ভিডিওর ঝলক-