বর্তমানে আট থেকে আশি সকলের পছন্দ ইউটিউব। বিনামূল্যেই এইখানে বিভিন্ন ধরনের ভিডিও দেখা যায়। তবে আজকাল এই ইউটিউব দুনিয়াতে সবচেয়ে বেশি ট্রেন্ডি বিভিন্ন ভোজপুরি মিউজিক ভিডিও। বলিউডের পাশাপাশি আজকাল লাইমলাইটে আসছে ভোজপুরি ইন্ডাস্ট্রি। ইউটিউবে এক একটি ভোজপুরি মিউজিক ভিডিও বা সিনেমাতে কয়েক মিলিয়ন করে ভিউ থাকে। সংখ্যা দেখলেই আন্দাজ করে নেওয়া যায় যে কতটা জনপ্রিয় এই ইন্ডাস্ট্রি।
ভোজপুরি ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় তারকা হলেন দীনেশ লাল যাদব। তাঁকে সকলেই নিরাহুয়া নামে চেনেন। তিনি প্রচুর মিউজিক ভিডিও এবং সিনেমাতে কাজ করেছেন। ভোজপুরি ইন্ডাস্ট্রি গোটা ভারতের দর্শকদের কাছে জনপ্রিয়। অনেকেই অপেক্ষা করেন কবে তাদের প্রিয় তারকা নতুন মিউজিক ভিডিও নিয়ে আসতে চলেছে। আজকের এই প্রতিবেদনে নিরাহুয়ার এমনই এক মিউজিক ভিডিও সম্বন্ধে আপনাদের জানাবো যা ইউটিউব দুনিয়াতে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
এবারের মিউজিক ভিডিওতে মোনালিসা স্ক্রিন ভাগ করে নিয়েছেন ভোজপুরি জনপ্রিয় তারকা দীনেশ লাল যাদবের সাথে। তাঁরা জিমে কখনো রান্নাঘরে আবার কখনো বেডরুমে ব্যাপক কায়দায় রোম্যান্স করেছেন। তাদের দুজনকেই ভোজপুরি গান ‘হিলি পালং কে পালাই’-এ প্রচণ্ড নাচ করতে দেখা গেছে। মোনালিসা একটি কমলা রঙের পোশাক পরে আছেন। তাঁদের বোল্ড কেমিস্ট্রি সত্যিই অবাক করবে আপনাকে। মোনালিসা এবং নিরহুয়ার উপর নির্মিত এই গানটিতে কণ্ঠ দিয়েছেন কল্পনা ও রজনীশ। ৬ বছর আগের এই ভিডিওটি এখনও ভাইরাল হচ্ছে ইউটিউবে। লাখ লাখ মানুষ এই ভিডিওটি দেখেছেন।
Key Points Matt Cardona, born Matthew Brett Cardona, is an American professional wrestler. He is…
The producers of Dal y Mellt, the first Welsh-language drama acquired by Netflix, say they…
As 2026 gets underway, the entertainment industry is taking a brief pause before awards season,…
Key Points The Chase documentary is streaming live on platforms that carry CNN. Available services…
With New Year’s Day behind us, Hollywood’s red carpet calendar is officially underway. The 2026…
Key Points Bret Baier hosts Fox News’ flagship program Special Report with Bret Baier. He…