Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বাথটাবে নগ্ন ফটোশ্যুটে মাতলেন ভূমি পেডনেকর, দেখুন সেই ছবি

কৌশিক পোল্ল্যে: ইদানিং সময়টা ভালোই কাটছে বলিপাড়ায় নতুন ইনিংসের অভিনেত্রী ভূমি পেডনেকরের। বিগত বেশ কয়েক বছরের কড়া পরিশ্রম উনিশ-বিশে তার সুফল বৃদ্ধি করল। হাতে আসছে একের পর এক ছবি। তার…

Avatar

কৌশিক পোল্ল্যে: ইদানিং সময়টা ভালোই কাটছে বলিপাড়ায় নতুন ইনিংসের অভিনেত্রী ভূমি পেডনেকরের। বিগত বেশ কয়েক বছরের কড়া পরিশ্রম উনিশ-বিশে তার সুফল বৃদ্ধি করল। হাতে আসছে একের পর এক ছবি। তার শেষ দুটি ছবি ‘সাঁন্ড কী আঁখ’ ও ‘পতী পত্নী অউর উয়ো’ বক্সঅফিসে ভালোই লক্ষীলাভ করেছে, প্রসংশিত হয়েছে তার অভিনয়। শুধু তাই নয়, অভিনয়ে নিজেকে সেরা প্রমান করে এবছর ফিল্মফেয়ারে সমালোচকদের মতে সেরা অভিনেত্রীর পুরষ্কার পেলেন তিনি।

এই পুরষ্কার বলিমহলে তার গুরুত্ব খানিকটা বাড়িয়ে দিল। ইন্ডাস্ট্রিতে সফল অভিনেত্রীর তালিকায় যুক্ত হল তার নামটি, সঙ্গে প্রতিষ্ঠিত হল তার অভিনয়ের যাত্রার ভিত। এরপর আরও অনেক ছবি করা নিয়ে ভীষন আশাবাদী ভূমি। ছবির পাশাপাশি বিভিন্ন সুপারমডেল পোর্টফোলিও ও ফটোশ্যুটের অফারও পাচ্ছেন হাতেনাতে। বিখ্যাত ফটোগ্রাফার ডাব্বু রাতনানির সঙ্গে কাঁধ মিলিয়ে করলেন একটি হট অ্যান্ড বোল্ড ফটোশ্যুট তার থিম শুনলে চমকে যাবেন আপনিও।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : কাছাকাছি মধুমিতা-অর্জুন, নেট দুনিয়ায় ভাইরাল এই ছবি

সম্পূর্ন নগ্ন হয়ে বাথটাবে শায়িত অবস্থায় করা হল এই ফটোশ্যুট, নগ্ন শরীরে ক্যামেরাবন্দির খেলায় মাতলেন ভূমি। তার এই সাহসী পদক্ষেপ ডাব্বুর ক্যালেন্ডারের জন্য। এটি আদতে একটি ক্যালেন্ডার শ্যুট। ছবিটি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে ভূমি জানান জুলাই 2020 এর ডাব্বু রাতনানির জন্য এই ক্যালেন্ডার শ্যুট করলেন তিনি। ভূমির সেই সাহসী সত্ত্বার উষ্ণ ছবিখানির মূল পোস্টটি নীচে রইল আপনার জন্য।

 

View this post on Instagram

 

A post shared by Bhumi✨ (@bhumipednekar) on

About Author