১০০ দিনের মধ্যে ১০ কোটি মানুষের কাছে পৌঁছে যাবে করোনার ভ্যাকসিন, আশার বাণী শোনালেন বাইডেন
ওয়াশিংটন: করোনা পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও ডোনাল্ড ট্রাম্পের উদাসীনতাই কার্যত গদিচ্যুত করেছে তাঁকে। তাঁর জায়গায় নতুন বছরে প্রথম মাসেই হোয়াইট হাউসের মসনদে বসতে চলেছেন জো বাইডেন। আর যে ইস্যুকে কেন্দ্র করে মূলত হারের মুখ দেখতে হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে, সেই ইস্যুকেই হাতিয়ার করে মানুষের ঘরে ঘরে পৌঁছে যেতে চান আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট। সম্প্রতি তিনি ঘোষণা করেছেন, দায়িত্ব নেওয়ার ১০০ দিনের মধ্যেই ১০ কোটি আমেরিকাবাসীর কাছে পৌঁছে দেওয়া হবে করোনা ভ্যাকসিন। স্বভাবতঃই বাইডেনের এই ঘোষণায় আশ্বস্ত হয়েছে গোটা আমেরিকা।
বাইডেন এই প্রসঙ্গে বলেছেন, ‘আমার প্রথম ১০০ দিনে করোনা ভাইরাস শেষ হবে না। তাই তা প্রতিজ্ঞা করাও সম্ভব না। এটি ঠিক করতে সময় লাগবে। তবে আমি নিশ্চিত যে ১০০ দিনের মধ্যে আমরা এই রোগের গতিপথ পরিবর্তন করতে পারব৷ রোগটির প্রাদুর্ভাব কমে যাবে এবং আমেরিকানদের জীবনেও পরিবর্তন আসতে শুরু করবে বলে আমি আশাবাদী।’ এভাবেই আমেরিকাবাসীর মনে আশার আলো জাগালেন বাইডেন।
এর পাশাপাশি তিনি আরও ১০০ দিন সকলকে মাস্ক পরে দৈনন্দিন জীবন কাটানোর জন্য পরামর্শ দিয়েছেন। ছোট শিশুদের স্কুলে ফেরানো তাঁর অন্যতম দায়িত্বের মধ্যে পড়ে বলে জানিয়েছেন বাইডেন। তাই যত তাড়াতাড়ি সম্ভব, সুস্থ পরিবেশে শিশুদের স্কুলমুখী করে তোলার জন্য তিনি কাজ করবেন বলেও আশ্বাস দিয়েছেন। এমনটাও বলেছেন যে, সকলে যেন তাঁর পাশে থাকে, তাহলেই তাঁর পক্ষে কাজ করা সহজ হবে। বাইডেনের এমন কথার কারণে স্বস্তি পেয়েছে আমেরিকা, এমনটা বলাই যায়।