দেশনিউজ

লকডাউনে রান্নার গ্যাস সিলিন্ডার নিয়ে বড়সড় ঘোষণা

Advertisement

লকডাউন জারি আছে পুরো দেশে। এই অবস্থায় প্রয়োজনীয় সামগ্রী মজুত করতে দেশের মানুষের মধ্যে ধুম পড়ে গিয়েছে। এরমধ্যে আছে গ্যাস সিলিন্ডারও। লকডাউন জারি হওয়ার পর থেকেই গ্যাস সিলিন্ডারের বিক্রি আচমকাই বেড়ে যায়। এই অবস্থায় তাদের সমস্ত গ্রাহকদের আশ্বস্ত করলো দেশের তিনটি বড় এলপিজি গ্যাস সরবরাহকারী সংস্থা। তেল সংস্থা গুলির আশ্বাস তাদের সমস্ত প্ল্যান্টই ঠিকঠাক কাজ করছে, তাই অযথা ভয় পাওয়ার কোনো কারণ নেই।

তেল সংস্থা গুলির তরফে জানানো হয়েছে, গ্যাস বুকিং করার ২-৩ দিনের মধ্যেই সিলিন্ডার সরবরাহ করা হবে। এই নিয়ে গ্রাহকদের আতঙ্কিত এ হওয়ার পরামর্শ দিয়েছে সংস্থা গুলি। ইন্ডেন, এইচপি, ভারত পেট্রোলিয়াম জানিয়েছে তাদের সবকটি বটলিং প্ল্যান্টই ঠিকভাবে কাজ করছে। গ্যাস বুকিং করার পর যথা সময়েই তা সরবরাহ করা হচ্ছে। সম্প্রতি সংস্থা গুলির সাথে বৈঠক করেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সেখানে সমস্ত পরিস্থিতি ক্ষতিয়ে দেখেন তিনি।

রাজ্যে ইন্ডেনের সিজিএম অভিজিৎ দে জানিয়েছেন, ‘রাজ্যে ইন্ডেনের ছটি বটলিং প্ল্যান্ট আছে, সবকটিতেই পুরোদমে কাজ চলছে। যারা গ্যাস বুকিং করবেন তারা সময়েই সিলিন্ডার পাবেন।’ অভিজিৎ বাবু গ্রাহকদের গ্যাস নেওয়ার সময় বা বুকিংয়ের সময় ডিজিটাল লেনদেন করার অনুরোধ জানিয়েছেন। ইন্ডেনের তরফে এদিন একটি টুইট করা হয়। সেখানে তাদের গ্রাহকদের আতঙ্কিত না হওয়ার কথা বলা হয়েছে। ইন্ডেনের তরফে আরও জানানো হয়েছে যাদের গ্যাস কানেকশন নেই তাদের ৫ কিলোর এফটিএল দেওয়া হবে। যেকোনো ডিস্ট্রিবিউটরের কাছ থেকেই ক্রেতারা এই এফটিএল গুলো কিনতে পারবেন বলে জানিয়েছে ইন্ডেন।

Related Articles

Back to top button