নিউজরাজ্য

বাংলায় বাড়ছে সংক্রমণ, রাজ্যবাসীর কাছে আবেদন রাখলেন মুখ্যমন্ত্রী

Advertisement

দ্রুতগতিতে বাড়ছে করোনা সংক্রমণ। প্রত্যেকদিনই রেকর্ড ভাঙছে। বাংলাতেও বাড়ছে সংক্রমণের সংখ্যা। প্রতিদিনই রেকর্ড সংক্রমণ হচ্ছে। এরই সাথে পাল্লা দিয়ে বাড়ছে কন্টেনমেন্ট জোনের সংখ্যা। আনলকের প্রথম ধাপেই রাস্তায় বেরিয়েছে মানুষজন। আর তাতেই আরও বেশি মাত্রায় সংক্রমণের সংখ্যা বাড়ছে। তাই এই কঠিন পরিস্থিতি থেকে মোকাবিলা করার জন্য রাজ্যবাসীর কাছে কয়েকটি আবেদন রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কি কি আবেদন করেছেন মুখ্যমন্ত্রী? অবশ্যই জেনে নিন-

১) ভিড় বাসে উঠতে বারণ করছেন মুখ্যমন্ত্রী।

২) প্রয়োজন না থাকলে বাড়ি থেকে বেরোতে নিষেধ করেছেন। বাজারে যতটা সম্ভব ভিড় কমানো যায়, রাস্তার মোড়ে আড্ডা দিতে নিষেধ করেছেন।

৩) বেসরকারি অফিসগুলোকে ‘ওয়ার্ক ফর্ম হোম’ করার প্রস্তাব দিয়েছেন। এর পাশাপাশি কোনও কর্মী অফিসে দেরি করে পৌঁছালে তাঁকে যেন ছাড় দেওয়া হয়।

৪) সরকারি কর্মীচারীদের ক্ষেত্রেও এই বিষয়গুলোকে দেখা হবে বলে তিনি জানান।

Related Articles

Back to top button