WhatsApp কলিংয়ের নতুন ফিচার, আপনার কলিং অভিজ্ঞতা হবে সম্পূর্ণ নতুন

হোয়াটসঅ্যাপে যদি আপনি কল করতে চান তাহলে আপনার জন্য রয়েছে একটা দারুন আপডেট

Advertisement

Advertisement

ভারতের সবথেকে বড় ম্যাসেজিং সার্ভিস অ্যাপ্লিকেশন এই মুহূর্তে whatsapp। ভারতের কোটি কোটি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। Whatsapp এর শুধুমাত্র চ্যাটিং ফিচার নয় একই সাথে কিন্তু কলিং ফিচার ব্যবহার করেন অনেকে। প্রতিদিন হোয়াটসঅ্যাপ তাদের কলিং ফিচারে নতুন নতুন পরিবর্তন নিয়ে আসে। তবে এবার আমরা আপনাকে হোয়াটসঅ্যাপের কলিং ফিচারের এমন একটা বৈশিষ্ট্যের ব্যাপারে বলতে চলেছি যা বহু ব্যবহারকারীকে ইতিমধ্যেই আকৃষ্ট করেছে। পুরনো ফিচার অনেকের কাছেই এখন হয়ে উঠেছে বিরক্তির কারণ। এই কারণে whatsapp নতুন কিছু ফিচার আনতে চলেছে আপনাদের জন্য।

Advertisement

নতুন আপডেট আনতে পারে হোয়াটসঅ্যাপ

আপনাদের জানিয়ে রাখি এই মেসেজিং অ্যাপ্লিকেশন কোম্পানিটি খুব শীঘ্রই একটি নতুন আপডেট নিয়ে আসতে চলেছে। এপ্রিল মাস থেকে এই ফিচার পরীক্ষা করা শুরু করেছিল কম্পানিটি। সম্প্রতি এটি রোল আউট করার পরিকল্পনা নিয়েছে তারা। এই ফিচারটি বর্তমানে বিটা ভার্সনে দেওয়া হচ্ছে এবং খুব শীঘ্রই এর একটা ডেডিকেটেড আপডেট আসবে। জানা যাচ্ছে হোয়াটসঅ্যাপ কলিং এ পরিবর্তন আসার পাশাপাশি, এই নতুন আপডেট আসার পরে আপনারা whatsapp স্ট্যাটাস লাইক করতে পারবেন। অর্থাৎ যে কোন স্ট্যাটাস দেখার পরে আপনি নিজের মতো প্রতিক্রিয়া দিতে পারবেন হোয়াটসঅ্যাপে। এর জন্য আপনাকে রিপ্লাই দিতে হবে না।

Advertisement

দারুন উপযোগী হবে নতুন ফিচার

Whatsapp এর এই নতুন ফিচার নিয়ে ক্রমাগত কাজ করছে এই কোম্পানিটি। এই নতুন বৈশিষ্ট্যটি ইতিমধ্যেই বিটা ভার্সনে চালু করা হয়েছে। এটা একটা সম্পূর্ণ নতুন ফিচার যা আর কিছুদিনের মধ্যেই আসতে চলেছে। এর পাশাপাশি আপনারা, আপনাদের whatsapp কলিং অপশনে কিছু পরিবর্তন দেখতে পাবেন। ব্যবহারকারীরা নিজেদের কল ট্যাবে ফেভারিট এবং chat ফিল্টার যোগ করতে পারবেন। অর্থাৎ আপনি আপনার পছন্দ অনুযায়ী কিন্তু হোয়াটসঅ্যাপে পরিবর্তন আনতে পারবেন এবার থেকে।

Advertisement

কলিং ইউজার ইন্টারফেসে পরিবর্তন

হোয়াটসঅ্যাপের কলিং ইউজার ইন্টারফেস ব্যাপকভাবে পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোম্পানির তরফ থেকে। আপনি আপনার সুবিধা অনুযায়ী এখানে পরিবর্তন আনতে পারবেন। এই পরিবর্তনগুলো করলে আপনি একটা সম্পূর্ণ ভিন্ন কলিং ইউজার ইন্টারফেস দেখতে পাবেন। এর আগেও ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নত করতে whatsapp তাদের কলিং ইউজার ইন্টারফেস পরিবর্তন করেছিল। হোয়াটসঅ্যাপের কলিং ইউজার ইন্টারফেস পরিবর্তন ফিচারটি ভারতের গ্রাহকের জন্য একটা দারুণ বিকল্প হিসেবে প্রমাণিত হতে চলেছে।

Recent Posts