দারিদ্রতা দূরীকরণে এবার নতুন ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবারে চাল, ডাল, চিনির মতো সহজে অর্থাৎ অল্প দামে রেশন দোকানে পাওয়া যেতে পারে মাছ, মাংস, ডিম। দুস্থ মানুষেরা যাতে অল্প দামে তাদের শরীরে প্রোটিনের চাহিদা মেটাতে পারে সেই জন্য এমন ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।
রেশন দোকানে চাল তেল নুন চিনি ইত্যাদি বিক্রি করার জন্য ভর্তুকি সমেত সরকারের অতিরিক্ত ১.৮৪ লাখ কোটি টাকা খরচ হয়। ভর্তুকি সমেত মাছ, মাংস, ডিম বিক্রি করলে সরকারের খরচ আরো বেড়ে যাবে, তাই এই পরিকল্পনা করতে শুরু করেছে নীতি আয়োগ।
আরও পড়ুন : তীর্থযাত্রীর সুরক্ষায় এ বছর সাগর মেলায় থাকছে এয়ার অ্যাম্বুলেন্স
নীতি আয়োগ এর সদস্য রমেশচন্দ্র বলেছেন, এখন শিশুদের জাঙ্ক ফুড খাওয়ার প্রবণতা বেড়ে গেছে অতিরিক্ত জাঙ্ক ফুড খাওয়ার ফলে শরীর ক্ষতিগ্রস্থ হচ্ছে। উল্টোদিকে শরীরের উপযুক্ত প্রোটিন, ফ্যাট এগুলো কিছুই শরীরে প্রবেশ করছে না। ছোটবেলা থেকেই নানান রকম রোগে শিশুরা আক্রান্ত হচ্ছে, এই জাঙ্ক ফুড খাওয়ার প্রবণতা কে দূর করার জন্যই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।