সোমবার বিজেপি সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে বদলে গেল জম্মু ও কাশ্মীর রাজ্যের মর্যাদা ৷ ৬৯ বছর পর রদ ৩৭০ ধারা এবং ৩৫ এ ৷ কাশ্মীরে ৩৭০ ধারা খারিজ করেছে কেন্দ্র। অর্থাৎ বিশেষ মর্যাদা হারাল জম্মু-কাশ্মীর। কাশ্মীরে ৩৭০ অপসারনের পরেই গ্রেফতার হয়েছে দুই মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতি। ৩৭০ ধারা রদের পর নড়েচড়ে বসেছে পাকিস্থান। পাকিস্থানের প্রধানমন্ত্রী ইমরান খান গতকাল, বুধবার জাতীয় নিরাপত্তা কমিটিকে নিয়ে বৈঠক করেন। ভারতকে চাপে ফেলতে তিনটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে পাকিস্থান।
১) দুদেশের মধ্যে ব্যাবসা বানিজ্য বন্ধ করা ২) দুদেশের মধ্যে চুক্তিগুলো পুনরায় পর্যালোচনা করা ৩) ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ভালো না রাখা । কিন্তু এতে ভারতের কোনো ক্ষতি হবে বলে মনে হচ্ছেনা, উল্টে পাকিস্থানের ক্ষতি হবে এমনটাই মনে করছে গোটা রাজনৈতিক মহল। এছাড়া ১৫ ই আগস্ট পাকিস্থানে কালোদিন হিসেবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে৷