দেশব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

DA বাড়ছে না, তবু সরকারি কর্মীদের জন্য বড় সুখবর: এবার একটানা ৪২ দিন ছুটি নেওয়ার সুযোগ

Advertisement

সরকারি কর্মীদের জন্য এল দারুণ সুখবর। বহুদিন ধরে ডিএ বৃদ্ধির অপেক্ষায় থাকা কর্মীদের জন্য এবার কেন্দ্রীয় সরকারের তরফে ঘোষণা করা হয়েছে এক বিশেষ সুবিধা। বিশেষ কিছু ক্ষেত্রে সরকারি কর্মীরা একটানা ৪২ দিনের অতিরিক্ত ছুটি পাবেন। তবে সবার জন্য এই ছুটি প্রযোজ্য নয়; নির্দিষ্ট শর্ত পূরণ হলেই কেবল এটি মিলবে।

কাদের জন্য প্রযোজ্য এই ছুটি?

কেন্দ্রীয় সরকারের নতুন নির্দেশিকায় বলা হয়েছে, যে সমস্ত সরকারি কর্মচারী **অঙ্গ দান** করবেন, তারাই কেবল এই ৪২ দিনের অতিরিক্ত ছুটির সুবিধা নিতে পারবেন। এই ছুটিটি মূলত ক্যাজুয়াল লিভ হিসেবেই গণ্য হবে, এবং অঙ্গ দানকে উৎসাহ দেওয়ার লক্ষ্যেই এটি প্রযোজ্য।

কীভাবে ছুটি পাওয়া যাবে?

অঙ্গ দানের মাধ্যমে এই ছুটি পেতে হলে কয়েকটি শর্ত মানতে হবে—
1. পূর্ব অনুমোদন: অঙ্গ দানের সিদ্ধান্ত নেওয়ার পর অবশ্যই সংশ্লিষ্ট দপ্তরকে লিখিতভাবে জানাতে হবে।
2. চিকিৎসকের প্রমাণপত্র: অঙ্গ দানের প্রক্রিয়া শেষ হলে, চিকিৎসকের তরফে একটি প্রমাণপত্র সংগ্রহ করতে হবে এবং তা দপ্তরে জমা দিতে হবে।
3. অস্ত্রোপচারের আগে ও পরে ছুটি: সাধারণত অস্ত্রোপচারের পরে সাত দিনের ছুটি অনুমোদিত থাকে। তবে কিছু ক্ষেত্রে অস্ত্রোপচারের আগের সময় থেকেও এই ছুটি শুরু করা যেতে পারে।

ছুটির শর্তাবলী

– কর্মীরা চাইলে একটানা ৪২ দিন ছুটি নিতে পারেন অথবা চিকিৎসকের নির্দেশ অনুযায়ী ছুটি ভাগে ভাগে নিয়েও ব্যবহার করতে পারেন।
– এই ছুটি সম্পূর্ণভাবে অঙ্গ দানের উদ্দেশ্যেই অনুমোদিত; অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না।

কোন হাসপাতালে চিকিৎসা করা যাবে?

সরকারের নির্দেশিকা অনুযায়ী, সরকারি হাসপাতাল অথবা সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিমের অন্তর্গত কোনো বেসরকারি হাসপাতাল থেকেই চিকিৎসা করাতে হবে। তবে যদি নির্ধারিত হাসপাতালগুলিতে চিকিৎসা সম্ভব না হয়, সেক্ষেত্রে অন্য কোনো বেসরকারি হাসপাতাল থেকেও চিকিৎসা নিয়ে প্রয়োজনীয় মেডিকেল সার্টিফিকেট জমা দিয়ে এই ছুটির জন্য আবেদন করা যাবে।

সরকারের উদ্দেশ্য

অঙ্গ দানকে ব্যাপকভাবে উৎসাহিত করাই সরকারের মূল লক্ষ্য। ২০২৩ সাল থেকে কেন্দ্রীয় সরকার অঙ্গ দান সম্পর্কে সচেতনতা বাড়াতে নানা উদ্যোগ নিচ্ছে। তারই অংশ হিসেবে সরকারি কর্মচারীদের জন্য এই অতিরিক্ত ছুটির ব্যবস্থা করা হয়েছে। এতে একদিকে মানবকল্যাণ হবে, অন্যদিকে অঙ্গ দানকে জনপ্রিয় করে তোলার পথ সুগম হবে।

সুতরাং, আপনি যদি সরকারি কর্মচারী হন এবং অঙ্গ দানে আগ্রহী হন, তবে এই সুযোগ হাতছাড়া করবেন না। অঙ্গ দানে যেমন মানুষের জীবন রক্ষা হবে, তেমনি আপনি পাবেন অতিরিক্ত ছুটির বাড়তি সুবিধা।

Related Articles

Back to top button