নতুন আধার কার্ডধারীদের জন্য বিরাট খবর, ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বিনামূল্যে করে ফেলুন এই গুরুত্বপূর্ণ কাজটি
আপনি ১৪ সেপ্টেম্বর পর্যন্ত খুব সহজে বিনামূল্যে আধার কার্ড আপডেট করতে পারবেন বাড়িতে বসেই
আধার কার্ড ধারকদের জন্য রয়েছে একটা দারুন আপডেট। আজকের দিনে আধার কার্ড হয়ে উঠেছে ভারতের সবথেকে গুরুত্বপূর্ণ একটি নথি। ভারতীয় নাগরিকত্বের প্রমাণ হবার পাশাপাশি, এটা কিন্তু আপনার ব্যাংক একাউন্ট খোলা থেকে শুরু করে জমি বাড়ি কেনা পর্যন্ত সমস্ত জায়গাতে প্রয়োজন হয়। আপনার আধার কার্ড যেকোনো জায়গাতে আপনাকে ব্যবহার করতে হতে পারে। সেই কারণে আধার কার্ডের তথ্য সব সময় আপডেট থাকাটা গুরুত্বপূর্ণ। ভারতীয় আধার কার্ডের মূল প্রদানকারী সংস্থা ইউআইডিএআই, বিনামূল্যে নথি আপডেট করার সুবিধা প্রদান করে থাকে ব্যবহারকারীদের। ইতিমধ্যেই এই নথি আপডেট করার সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। এবারে আপনি সেপ্টেম্বর মাস পর্যন্ত এই ফ্রি সুবিধা গ্রহণ করতে পারবেন সহজেই। ইউআইডিএআই এবারে আধার কার্ডের আপডেট করার সময় বৃদ্ধি করে ১৪ই সেপ্টেম্বর করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যাচ্ছে। চলুন তাহলে এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।
কবে পর্যন্ত আপডেট করতে পারবেন আধার কার্ড?
আপনাদের জানিয়ে রাখি ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, ওরফে UIDAI সম্প্রতি বিনামলে আধার কার্ড আপডেট করার এই সময়সীমা ১৪ই সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। এখনো পর্যন্ত যারা নিজেদের আধার কার্ড আপডেট করতে পারেননি তারা ১৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখের মধ্যে আপডেট করতে পারেন। এই সময়ের মধ্যে আধার কার্ড আপডেট করলে কোন ফি আপনাকে দিতে হবে না। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া মূলত সেই আধার কার্ড আপডেট করার জন্য এই সময়সীমা বাড়িয়েছে যেগুলি ১০ বছরেরও বেশি আগে তৈরি করা হয়েছিল। এর আগে ১৪ জুন পর্যন্ত করা হয়েছিল এই বিনামূল্যে আপডেট করার সময়সীমা। তবে, তারপর অনেকেই এই কাজ করেননি। সেই কারণে আরো ৩ মাসের জন্য বাড়িয়ে দেওয়া হয়েছে এই সময়। বিনামূল্যে আপডেট করার সময়সীমা বৃদ্ধি করার পাশাপাশি আপনাদের জন্য আরো কিছু আপডেট নিয়ে এসেছে UIDAI। অর্থাৎ, আপনারা আরো কিছুটা সময় পাচ্ছেন এই কাজ করার জন্য।
কিভাবে অনলাইনে আপডেট করবেন আধার কার্ড?
১. এর জন্য প্রথমে আপনাকে UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইটে লগইন করতে হবে।
২. এরপরে হোম পেজে মাই আধার পোর্টালে যেতে হবে।
৩. এরপরে নিবন্ধিত মোবাইল নম্বরে প্রাপ্ত আধার নম্বর এবং ওটিপি ব্যবহার করে আপনাকে লগইন করতে হবে।
৪. এরপরে সমস্ত তথ্য বিশদে পরীক্ষা করে নিয়ে আপনাকে সঠিক বাক্সে টিক দিতে হবে।
৫. এরপরে জনসংখ্যার তথ্য যদি ভুল থাকে তাহলে আপনাকে আপনার সঠিক নথি নির্বাচন করতে হবে।
৬. এরপরে আপনাকে এই নথি আপলোড করতে হবে JPEG, PNG বা PDF ফরম্যাটে।
৭. তবে মাথায় রাখবেন, বিনামূল্যে কিন্তু বাড়িতে বসে আপনি এমন তথ্য আপডেট করতে পারবেন, যেগুলোর সঙ্গে নির্ধারিত কিছু ডকুমেন্ট আপনাদের কাছে রয়েছে। যদি সেগুলো না থাকে তাহলে কিন্তু আপনি বাড়িতে বসে সেটা আপডেট করতে পারবেন না। পাশাপাশি বায়োমেট্রিক আপডেট কোনভাবেই বাড়িতে বসে হবে না। বায়োমেট্রিক আপডেট করতে চাইলে আপনাকে অবশ্যই আপনার নিকটবর্তী আধার কেন্দ্রে যেতে হবে। সেখানে প্রতিটি ধরনের বায়োমেট্রিক আপডেট করতে হলে আপনাকে ৫০ টাকা আলাদা আলাদা করে দিতে হবে।