বিনোদ পাল: অবশেষে দেওয়ালির আগেই মুখে হাসি ফুটতে চলেছে ইপিএফও (Employees Provident Fund Organisation) কর্মীদের। কারণ এই সংস্থা ঘোষণা করেছে বড়সড় বোনাসের। ইতিমধ্যে শ্রমমন্ত্রকের তরফ থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। যেখানে ২০১৮-১৯ অর্থবর্ষের জন্যে উৎপাদন ভিত্তিক এই ৬০ দিনের বোনাসের কথা বলা হয়েছে। কালীপূজার ঠিক পূর্বেই এই বোনাসের ঘোষণায় খুশি লক্ষাধিক সরকারিকর্মী।
শ্রমমন্ত্রকের ইতিমধ্যেই বিজ্ঞপ্তি দিয়েছে যে, ৩০ দিনের বোনাস পাবে গ্রূপ বি ও গ্রূপ সি কর্মীরা। যা মোটামুটি প্রায় ৭ হাজার টাকার কাছাকাছি। স্টেট এমপ্লয়িস জয়েন্ট কাউন্সিলের আহ্বায়ক আর কে ভর্মা জানান, এই উৎপাদন ভিত্তিক বোনাসের ২৫ শতাংশ বেতনের সঙ্গে যুক্ত হবে। বাকি ৭৫ শতাংশ পিএফে যোগ হবে।তিনি আরো জানান যে,এই উৎপাদন ভিত্তিক বোনাসের হিসাব আর অন্যান্য সরকারি কর্মীদের মতোই। কিন্তু ব্যতিক্রম শুধু দিনের হিসেবে।
অপরদিকে মোদী সরকার ও ইতিমধ্যেই তাঁর কর্মচারীদের জন্য ঘোষণা করেছে বিশেষ বোনাসের। কেন্দ্রীয় সরকারের গ্রুপ বি ও গ্রুপ সি এর চাকুরিজীবীদের মিলবে অতিরিক্ত টাকা। জানা যাচ্ছে, এই বিশেষ বোনাসের মাধ্যমে কর্মচারীরা পাবেন অতিরিক্ত ৬৯০০ টাকা। গ্রুপ বি এবং গ্রুপ সি এর যে সমস্ত নন গ্যাজেটেড কর্মচারীরা মার্চ ৩১, ২০১৯ পর্যন্ত কাজ করেছে, এবং যারা ১৮-১৯ বর্ষে ৬ মাস চাকরি সম্পন্ন করেছেন তাঁরাই এই বোনাসের অংশীদারি হবেন।
এখানেই শেষ নয়, প্যারামিলিটারি ফোর্স ও সশস্ত্র বাহিনীর জওয়ানদের ও রয়েছে এই সুবিধা। রিপোর্ট অনুযায়ী প্রত্যেকে পাবেন ৬৯০০ টাকা করে। কেন্দ্রীয় সরকার প্রতি বছর উৎসবের আগে এই এনপিএলবি দেয় তাই এ বছর ও তার কোনো ব্যতিক্রম হয়নি।