সন্ত্রাস দমনে বড় পদক্ষেপ, খতম ১০৯ জন জঙ্গি

Advertisement

Advertisement

কাবুল : দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় ফিরেছেন আশরাফ গনি। আর ক্ষমতায় ফিরতেই সন্ত্রাস দমনের জন্য বিশাল বড় পদক্ষেপ নিয়েছেন আফগানিস্তানের রাষ্ট্রপতি আশরাফ গনি। মঙ্গলবার আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রকের টুইটে বলা হয় গত ২৪ ঘন্টায় আফগানিস্তানের ১৫টি প্রদেশের আঠারোটি অঞ্চলে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ১০৯ জন জঙ্গি মারা গেছে। ৫ জন জঙ্গী কে সুস্থ অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে ৪৫ জন জঙ্গি মাত্র জখম হয়েছে।

Advertisement

এই অভিযান চলাকালীন বালখ প্রদেশের দৌলতাবাদ জেলার খিল্লি গুলি এলাকায় আফগান সেনা ও এনডিএস এর ঘাঁটিতে জঙ্গীদের চালানো হামলায় ৭ জন সেনা জওয়ান নিহত হয়েছেন। ৬ জন জখম হয়েছেন।

Advertisement

আরও পড়ুন : আগে দিল্লী সামলান, তারপর বাংলা সামলাতে আসবেন : মুখ্যমন্ত্রী

Advertisement

সন্ত্রাস দমনের এই অভিযানে তালিবান জঙ্গির পাশপাশি হাক্কানি নেটওয়ার্কের একটি ঘাঁটিও ধ্বংস হয়েছে। তবে জঙ্গি দমন অভিযান এখনও থামেনি। আফগানিস্তানের বেশ কিছু স্থানে এখনো জঙ্গি দমন চলছে বলে জানা গেছে।

Recent Posts