জল্পনার অবসান, এবার বিহারে নীতীশ কুমারের দলে যোগ দিলেন বিহারের প্রাক্তন ডিজি

বিহারঃ অবশেষে নীতীশ কুমারের দলে যোগ দিলেন বিহারের প্রাক্তন ডিজি গুপ্তেশ্বর পান্ডে। গতকাল স্বেচ্ছাবসর নেওয়ার পর জেডিইউতে যোগ দেন বিহারের প্রাক্তন ডিজি। অন্য দিকে গুপ্তেশ্বর পান্ডে সাংবাদিকদের জানিয়েছেন, “রাজ্যে এতদিন স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিয়েছেন নীতীশ কুমার। তাই তাঁকে ধন্যবাদ জানাতে এসেছিলাম। রাজনীতিতে যোগ দেব এমনকিছু এখনও ঠিক করিনি”।

কিন্তু একদিন কাটতে না কাটতেই আজ নীতীশ কুমারের সরকারি বাসভবনে এসে অনুষ্ঠানের মাধ্যমে জেডিইউতে যোগ দিলেন গুপ্তেশ্বর পান্ডে।  এদিন তিনি বলেন, “মুখ্যমন্ত্রী নিজে আমাকে জেডিইউ-তে যোগ দিতে বলেছিলেন। দল যা বলবে সেটাই করব”।

প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে রিয়া চক্রবর্তীর সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন গুপ্তেশ্বর পান্ডে। বিহার পুলিশের তৎপরতা নিয়ে প্রশ্ন তোলেন রিয়া চক্রবর্ত্তী। এর পরেই দুপক্ষের মধ্যে মামলা আরো জটিল হয়ে ওঠে।   সব নিয়েভ পরিস্থিতি হাতের বাইরে চলে যেতেই কেস যায় মুম্বাই পুলিশের হাতে অবশেষে সিবিআই এবং ইডির ঘারে।