বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই। এক্ষেত্রে পিছিয়ে নেই বর্তমান প্রজন্মের কিশোর-কিশোরীরাও।
কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি এক সুন্দরী কিশোরী নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন লাখো মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে এক কিশোরীকে গ্রামের মেঠো রাস্তার উপরেই ‘মাইয়া রে তোর বিজলি জ্বলা রূপ’এর তালে দুর্দান্ত নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে। লাল সালোয়ার কামিজে ভিডিওতে দেখা মিলেছে এই কিশোরীর। প্রশিক্ষণপ্রাপ্ত না হয়েও সে দুর্দান্ত নৃত্য পরিবেশন করেছে, তা অবশ্য ভিডিওটি দেখেই স্পষ্ট হয়েছে সকলের কাছে। শুধুমাত্র প্রশিক্ষণপ্রাপ্ত হলেই যে ভালো নৃত্য পরিবেশন করা যায় তা কখনোই যুক্তিযুক্ত নয়। প্রতিভা যে কারোর মধ্যেই থাকতে পারে, সেই কথাই আরো একবার প্রমাণ করে দিল এই কিশোরী। সম্প্রতি তার এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ার পাতায় নেটনাগরিকদের একাংশের মাঝে রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। প্রশংসাও করেছেন অনেকে, সেকথা অবশ্য ভাইরাল হওয়া ভিডিওর কমেন্টবক্সে চোখ রাখলেই স্পষ্ট হবে।
Joy Behar returned to The View on Friday, November 14, after missing the series all…
Charli XCX has officially announced her next studio album, Wuthering Heights, scheduled for release on…
Apple just made traveling across the U.S. a whole lot easier — and fans are…
Sydney Sweeney is once again proving why she’s one of Hollywood’s most talked-about stars. The…
The DC Universe is expanding rapidly on the big screen, and James Gunn’s upcoming Man…
The 2025 movie adaptation of The Running Man has fans buzzing — not just for…