মহালয়ার দিন রেডিওয় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কন্ঠে এই মহালয়ার গান শুনে ঘুম ভাঙে প্রায় প্রতিটা বাঙালীর।আর তার সাথে পুজো পুজো রবে মন ও আনন্দে মেতে ওঠে।প্রায় প্রতিটা বাঙালীর কাউন্টডাউন শেষ হয় এই দিনটিতে। কেন না, এই দিনেই অমাবস্যা তিথিতে পিতৃপক্ষের শেষ হয়, আর পরের দিন প্রতিপদ তিথিতে শুরু হয় দেবীপক্ষের।শাস্ত্রীয় মতে, মহালয়ার অর্থ হচ্ছে মহান আলোয় দুর্গতিনাশিনী দেবী দুর্গার আবাহন।