নুসরতের সঙ্গে রোম্যান্টিক মুডে বার্থডে বয় নিখিল, ভাইরাল ছবি

কেয়া সেন : যাকে বলে ফেয়ারিটেল ওয়েডিং। ১৯শে জুন শুধুমাত্র পরিবার ও কাছের বন্ধুদের উপস্হিতিতেই তুরস্কের বোদরুমে নিখিল জৈনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান। এরপর কখনও হলিডে, আবার কখনও…

Avatar

কেয়া সেন : যাকে বলে ফেয়ারিটেল ওয়েডিং। ১৯শে জুন শুধুমাত্র পরিবার ও কাছের বন্ধুদের উপস্হিতিতেই তুরস্কের বোদরুমে নিখিল জৈনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান।

নুসরতের সঙ্গে রোম্যান্টিক মুডে বার্থডে বয় নিখিল, ভাইরাল ছবি

এরপর কখনও হলিডে, আবার কখনও প্যান্ডেল হপিং বা কোনো ইভেন্ট, সব সময় বেশ রোম্যান্টিক মুডেই লেন্সবন্দি হতে দেখা গেছে টলিউডের এই লাভবার্ডস কে। ছবি দেখে খুশি হয়েছেন ফ্যানেরাও।

 

নুসরতের সঙ্গে রোম্যান্টিক মুডে বার্থডে বয় নিখিল, ভাইরাল ছবি

সম্প্রতি নিজের বার্থডেও স্ত্রী নুসরতের সঙ্গেই সেলিব্রেট করলেন বাংলার জামাই নিখিল। ওয়েস্টার্ন পোশাকে স্টাইলিশ অবতারে,বেশ রোম্যান্টিক মুডেই ফ্রেমবন্দি হলেন এন.জে. জুটি।

About Author