বাড়ির ছাঁদেই কেক কাটলেন সুস্মিতা সেন

সাল অনুযায়ী বয়স বাড়লেও, আজও তিনি ইয়াং।   View this post on Instagram   #feline “put a ring on it” ??? #discipline #stability #gymnasticrings #lostinistanbul #foundinindia ??❤️I love you guys!!!…

Avatar

সাল অনুযায়ী বয়স বাড়লেও, আজও তিনি ইয়াং।

সম্প্রতি ৪৩ পেরিয়ে ৪৪ শে পা দিয়েছেন মিস ইউনিভার্স।জন্মদিন তাঁর ছিল, তবে তিনি ফিট থাকার মন্ত্র উপহার দিয়েছেন ফ্যানেদের। তার এক্সারসাইজের ভিডিওর মাধ্যমে। এতো গেল রোজ নামচার একটি অংশ।

কিন্তু বার্থডে কেক না কাটলে তো দিনটাই মাটি। তাই বার্থডে গার্ল কে সারপ্রাইজ দিতে তার দুই মেয়ে ও বয়ফ্রেন্ড রোহমান সুস্মিতার বাড়ির ছাঁদ কেই সাজিয়াছিলো আলো আর বেলুন দিয়ে। কোনো বিলাসবহুল হোটেল বা রেস্তোরাঁয় বদলে বাড়িতে নিজের জন্মদিনের আয়োজন দেখে আপ্লুত দেখালো সুস্মিতাকে। মা ও পরিবারের সকলকে নিয়ে কেক ও কাটলেন বার্থডে গার্ল।