নিউজপলিটিক্সরাজ্য

‘দাদার অনুগামী’ ফ্লেক্স ছাপছেন সিপিএম কর্মী, অর্ডার দিয়েছেন বিজেপি কর্মীরা, হাতেনাতে ধরলেন তৃণমূল কর্মীরা

Advertisement

বেশ কিছুদিন ধরে বঙ্গ রাজনীতিতে শুভেন্দু ইস্যু নিয়ে রাজনৈতিক পারদ তুঙ্গে। জায়গায় জায়গায় পড়তে দেখা যাচ্ছে শুভেন্দুর স্বপক্ষে বেশ কিছু পোস্টার। সমস্ত পোস্টারে লেখা , আমরা দাদার অনুগামী। কিন্তু কারা ছাপাচ্ছে এই দাদার অনুগামী পোস্টার। এই নিয়ে এতদিন ধরে বেশ ধন্দে ছিল সকলে। এবার সেই দাদার অনুগামী চক্রের পর্দা ফাঁস করল তৃণমূল কর্মীরা। দাদার অনুগামী ফ্লেক্স বানিয়ে তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব সৃষ্টি করার চেষ্টা করছিল সিপিএম এবং বিজেপি। এবারে এই মর্মে হাতেনাতে ধরা পড়লেন এলাকায় সিপিএম কর্মী হিসেবে পরিচিত এক ব্যক্তি।

ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা চাঁদপাড়া এলাকায়। সেখানে দাদার অনুগামী ফ্লেক্স ছাপতে দেখে সেখানকার মালিককে চেপে ধরেন তৃণমূল কর্মীরা। ধরপাকড় এবং শাসানি দেওয়া হলে ওই ব্যক্তি স্বীকার করেন যে বিজেপি কর্মীরা তাকে এই ধরনের পোস্টার ছাপার আদেশ দিয়েছেন। তিনি ২ বিজেপি কর্মীর উপরে সরাসরি আঙ্গুল তুলেছেন। এই ঘটনা জানাজানি হওয়ার পর এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় তৃণমূল কর্মীদের দাবি, তারাবৃহস্পতিবার সকালে চাঁদপাড়া বিডিও অফিসের সামনে এক ব্যক্তিকে দাদার অনুগামী পোস্টার টাঙ্গানোর জন্য কাঠের ফ্রেম তৈরি করার সময় ধরে ফেলেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে জানায়, পার্থ সাহা নামক একজন ব্যক্তি তাকে ওই পোস্টার টাঙানো নির্দেশ দিয়েছে। পার্থ সাহা এলাকায় একজন সিপিএম কর্মী হিসেবে পরিচিত। পেশায় তিনি একজন ছাপার দোকানের মালিক। তাকে ধরপাকড় পড়া হলে পার্থবাবু জানিয়েছেন, ২ বিজেপি কর্মী তাকে এই ছাপার কাজের অর্ডার দিয়েছে।

এই ঘটনার পরে তৃণমূল দাবি করেছে, এভাবে রাজ্যজুড়ে সিপিএম এবং বিজেপি মিলে তৃণমূল কর্মীদের মধ্যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করছেন। বিজেপির কাছ থেকে টাকা খেয়ে শুভেন্দু অধিকারীর নামে পোস্টার বানাচ্ছে সিপিএম। সেগুলোকে রীতিমতো ফলাও করে টাঙ্গানো হচ্ছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে। তারা আরও দাবি করেছেন, আগামী নির্বাচনে মানুষের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও সরকার গড়ছেন। এজন্য চক্রান্তের কোন প্রয়োজন নেই।

Related Articles

Back to top button