Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

“মানুষকে ভালোবাসা দিতে বেরিয়েছি”, প্রচারে বেরিয়ে বললেন গেরুয়া তারকা প্রার্থী পার্নো মিত্র

Updated :  Thursday, March 25, 2021 7:03 PM

একুশে বাংলা বিধানসভা নির্বাচন দোরগোড়ায় এসে উপস্থিত হয়েছে। ইতিমধ্যেই রাজ্যের সমস্ত রাজনৈতিক দল তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। প্রার্থীরা তাদের নিজ কেন্দ্রে প্রচারে বেরিয়ে পড়েছে। এবার আজ বৃহস্পতিবার বরানগরের বিজেপি তারকা প্রার্থী পার্নো মিত্রকে ভোটপ্রচার করতে দেখা গেল। এটা বলা চলে যে তিনি বেশ দেরিতে শুরু করেছেন। অন্যদিকে গেরুয়া শিবির তারকা প্রার্থী শ্রাবন্তী চ্যাটার্জী ও পায়েল সরকার পূর্ণ উদ্যমে ভোট প্রচার শুরু করে দিয়েছে। তারা নিজ বিধানসভা কেন্দ্রে পাড়ায় পাড়ায় গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলছেন। তবে এবার গেরুয়া প্রচারে ঝড় তুলতে মাঠে নামলেন টলিউড অভিনেত্রী পার্নো মিত্র।

গতকাল বুধবার পার্নো মিত্র দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে তার রাজনৈতিক জীবন শুরু করে। তারপর সে সেখান থেকে বরানগরের গোপাল লাল ঠাকুর রোডে প্রচার করেন। এরপর আজ তিনি ফের সকাল থেকেই প্রচারে বেরিয়ে পড়েছেন। তিনি আজকে বরানগরের অশোক গড় এলাকায় বিজেপির হয়ে ভোট প্রচারকরতে যান। সেখানে তিনি অশোক গড়ের রেললাইন লাগোয়া বস্তি এবং কলোনিতে ঢুকে সাধারণ মানুষের সাথে দেখা করেন এবং তাদের অসুবিধার কথা মন দিয়ে শোনেন।

"মানুষকে ভালোবাসা দিতে বেরিয়েছি", প্রচারে বেরিয়ে বললেন গেরুয়া তারকা প্রার্থী পার্নো মিত্র

নির্বাচনী প্রচারে বেরিয়ে পার্নো মিত্র বলেছেন, “আমি রুপোলি পর্দার মানুষ। সেখানে বাংলার মানুষ আমাকে ভালোবাসা দিয়েছ। তাদের ভালোবাসাতেই আজ আমি সেলিব্রেটি। তবে এবার সেই ভালোবাসা মানুষকে ফিরিয়ে দেওয়ার সুযোগ এসেছে আমার কাছে। আমি আজ প্রচারে বেরিয়ে শুধুমাত্র মানুষকে ভালোবাসা দিতে এসেছি। ভোটে স্ট্যাটিজি নির্ধারণ করবে স্থানীয় বিজেপি সংগঠন।” এছাড়াও তিনি জানিয়েছেন, “আমি শুধুমাত্র মানুষের মন জয় করতে পারি। ভোটের বাকি কাজ দলের কর্মকর্তারা দায়িত্ব সহকারে করবে।”"মানুষকে ভালোবাসা দিতে বেরিয়েছি", প্রচারে বেরিয়ে বললেন গেরুয়া তারকা প্রার্থী পার্নো মিত্র