দেশনিউজরাজ্য

বাংলা দখলের অঙ্ক কষার জন্যই নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী বানাল বিজেপি

Advertisement

নয়াদিল্লি: সপ্তমবারের জন্য মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন নীতিশ কুমার। কিন্তু হিসেব অনুযায়ী বিজেপির মধ্যেই কারোর মুখ্যমন্ত্রী হওয়ার কথা। কারণ, জেডিইউকে পেছনে ফেলে দিয়ে মাত্র ১১০টি আসনে প্রার্থী দিয়ে ৭৪টি আসনে জয়লাভ করেছে বিজেপি। সেখানে ১১৫টি আসনে প্রার্থী দিয়ে মাত্র ৪৩টি আসন জয় করেছে জেডিইউ। সেক্ষেত্রে বিহারের শরিক দল বিজেপি হলেও পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছে বিজেপি। কিন্তু এটা শুধুই কথা দেওয়ার কারণে করা নয়। এর পেছনে অনেক বড় অঙ্ক রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। দেশের বিভিন্ন রাজ্যে বিজেপি আধিপত্য বিস্তার করতে সক্ষম হলেও এখনও পর্যন্ত এ রাজ্যে সেভাবে ঘাটি গাড়তে পারেনি গেরুয়া শিবির। আর তাই একুশের ভোটের আগে নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে তার ক্ষোভ বাড়াতে চায় না মোদি সরকার। সে কারণেই শরিক দল হয়েও নীতিশ কুমারকে বিহারের মুখ্যমন্ত্রীর জন্য এগিয়ে দিয়েছে বিজেপি। এমনটাই গেরুয়া শিবিরের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে।

যেন তেন প্রকারেন বাংলা দখল করতে চায় বিজেপি। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ একমাত্র টার্গেট নরেন্দ্র মোদি, অমিত শাহ, জেপি নাড্ডাদের। বাংলা দখলের লড়াইয়ে নামার আগে কোনওরকম রাজনৈতিক তর্জায় নতুন করে জড়াতে চায় না বিজেপি। ঠিক সে কারণেই বিহারে শরিক দল হয়েও নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রীর জন্য বেছে নিয়েছে বিজেপি, এমনটাই মনে করা হচ্ছে।

Related Articles

Back to top button