Bjym এর নবান্ন অভিযান ১ মাস পরে রাজ্য পুলিশের বিরুদ্ধে প্রাণঘাতী হামলার অভিযোগ এনে স্বাধীকার ভঙ্গের নোটিশ বিজেপির। বিজেপির তরফ থেকে লোকসভার স্পিকারের কাছে এই নোটিশ জমা দেওয়া হয়। সোমবার তাদের সংগঠনের সর্বভারতীয় সভাপতির সঙ্গে অভিযোগ জমা দিতে গিয়েছিলেন জ্যোতির্ময় সিং মাহাতো। তিনি পুরুলিয়ার সাংসদ। অন্যদিকে, সাংবাদিক বৈঠকে কলকাতা এবং রাজ্য পুলিশের বিরুদ্ধে খুব উপরে দেয় বিজেপি নেতা তেজস্বী সূর্য।
তেজস্বী জানিয়েছেন, ” কলকাতা পুলিশের কমিশনার অনুজ শর্মা, হাওড়া পুলিশের কমিশনার কুনাল আগারওয়াল এবং জোড়াসাঁকো থানার দুই আধিকারিক এর বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। ”
তিনি আরো বলেন, লোকসভার স্পিকার কে একটি পেনড্রাইভের মাধ্যমে তাদের সমস্ত অভিযোগ জানানো হয়েছে। তার স্বপক্ষে সমস্ত প্রমান জমা দেওয়া হয়েছে। বিষয়টি প্রিভিলেজ কমিটির কাছে পাঠানোর আশ্বাস দিয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা।
তেজস্বীর দাবি, গত ৮ অক্টোবর BJYM এর নবান্ন অভিযান এ বিজেপি সাংসদ এবং কর্মীদের উপরে প্রাণঘাতী হামলা চালায় রাজ্য পুলিশ। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূলের গুন্ডারা পুলিশের সঙ্গে হাত মিলিয়ে এই কাজ করে বলেও তার অভিযোগ।