Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পাকিস্তানের প্রেমে বিজেপি, একজন পাকিস্তানীকে পদ্মশ্রী উপহার দিয়েছে, কেন্দ্রীয় সরকারকে বিঁধলেন স্বরা ভাস্কর

আদনান সামি পদ্মশ্রী পুরস্কার পাওয়ার পর থেকেই একের পর এক মন্তব্যে বিদ্ধ হচ্ছেন চারিদিক থেকে। এবার আদনান সামির পদ্মশ্রী পাওয়া নিয়ে মুখ খুললেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। আদনান সামিকে পদ্মশ্রী…

Avatar

আদনান সামি পদ্মশ্রী পুরস্কার পাওয়ার পর থেকেই একের পর এক মন্তব্যে বিদ্ধ হচ্ছেন চারিদিক থেকে। এবার আদনান সামির পদ্মশ্রী পাওয়া নিয়ে মুখ খুললেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। আদনান সামিকে পদ্মশ্রী দেওয়া নিয়ে তিনি সরাসরি কেন্দ্রীয় সরকারকে বিঁধেছেন। কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে তাঁর কটাক্ষ, ‘বিজেপি পাক প্রেমী, তাই তাঁরা আদনান সামিকে পদ্মশ্রী দিয়েছে। আরও অনেক বিশিষ্টজন ছিল তালিকায়। কিন্তু তাদের সবাইকে ছেড়ে ২০১৬ সালে ভারতের নাগরিকত্ব পাওয়া আদনান সামিকে কেনো পদ্মশ্রী দেবে!’

বিভিন্ন রাজনৈতিক বিষয়ে সকল সময় কড়া মন্তব্য করা স্বরা ভাস্কর গতকাল ইন্দোরে ‘সংবিধান বাঁচাও, দেশ বাঁচাও’ মিছিলে অংশগ্রহণ করে এই মন্তব্য করেন। সিএএ-এর বিরোধিতা করে অভিনেত্রী বলেন, ‘এই আইনের মাধ্যমে দেশের নাগরিকদের সাথে বিশ্বাসঘাতকতা করছে বিজেপি।’ আদনান সামিকে পদ্মশ্রী দেওয়া নিয়ে স্বরা এরপর প্রশ্ন তোলেন, ‘শরণার্থীদের নাগরিকত্ব দান এবং অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইন ইতিমধ্যেই দেশে আছে। অন্যদিকে সরকার আদনান সামিকে পদ্মশ্রী দিচ্ছে।’

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : প্রধানমন্ত্রীর নিরাপত্তায় বাড়ানো হল খরচ, বছরে ৬০০ কোটি টাকা

এরপর অভিনেত্রী আরও প্রশ্ন তোলেন, ‘এরকম মনোভাব হলে নতুন বিলের প্রয়োজনীয়তা কি ছিল? এর থেকেই বোঝা যায় বিজেপি কতটা পাকিস্তান প্রেমী।’ তিনি আরএসএসকেও আক্রমণ করেন এই মিছিলে। স্বরা ভাস্কর আরও বলেন, ‘বহু যুগ আগে জিন্নার মৃত্যু হলেও জাতের নামে ক্ষোভ এখনো গেলো না দেশ থেকে।’ প্রসঙ্গত, প্রজাতন্ত্র দিবসের আগে এবছরের পদ্ম পুরস্কারের তালিকায় নাম ছিল আদনান সামির। কেন্দ্রীয় সরকার তাকে মহারাষ্ট্রের বাসিন্দা হিসেবে দেখিয়েছে। পাকিস্তানি বংশদ্ভূত আদনান সামির জন্ম লন্ডনে হলেও ২০১৬ সালে তিনি ভারতের নাগরিকত্ব নেন।

About Author