প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে সমগ্র ভারতবাসী রবিবার রাত ৯টায় ৯ মিনিটের জন্য আলো বন্ধ করে মোমবাতি, প্রদীপ জ্বালিয়েছিলেন। সেলিব্রিটি থেকে শুরু করে দেশের বহু মানুষ বাড়ির বারান্দায় বা উঠোনে দাঁড়িয়ে আলো জ্বালিয়েছিলেন। মূলত করোনা যুদ্ধের অন্ধকার থেকে দেশের মানুষকে একজোট হবার বার্তা দিয়েছিলেন মোদী। তবে এর মধ্যেই উত্তরপ্রদেশের বলরামপুরের এক বিজেপি নেত্রী মঞ্জু তিওয়ারি আলো জ্বালানোর বদলে আকাশে গুলি ছোঁড়েন। সোশ্যাল মিডিয়াতে এই ছবি শেয়ার হওয়ার পরেই তাঁর নাম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
कानून तोड़ने में सबसे ज्यादा आगे भाजपा नेता ही रहते हैं। कल पीएम की अपील थी दिया जलाने की लेकिन देखिए कैसे भाजपा नेता व बलरामपुर भाजपा महिला मोर्चा की अध्यक्ष ने खुलेआम प्रदर्शन के लिए फायरिंग की और वीडियो फेसबुक पर डाला।
योगी आदित्यनाथ इस पर कार्यवाही करेंगे क्या? pic.twitter.com/W9IioUsYXh— UP Congress (@INCUttarPradesh) April 6, 2020
সূত্র অনুযায়ী জানা গেছে তিনি সবার থেকে একটু আলাদা হটকে কিছু করতে চেয়েছিলেন। তাই স্বামীর লাইসেন্সপ্রাপ্ত বন্দুক থেকে আকাশে গুলি ছোঁড়েন। তারপর তা সোশ্যাল মিডিয়াতে পোস্ট ও করেন। যা দেখে তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। পরে পরিস্থিতি জটিল দেখে সবার কাছে ক্ষমাও চেয়ে নেন। তিনি বলেছেন যে তিনি আবেগের বসে আকাশে গুলি ছোঁড়েন।
শুধু এই ঘটনাই নয়, প্রধানমন্ত্রীর নিষেধ সত্বেও বহু মানুষ মশাল জ্বালিয়ে রাস্তায় একজোট হয়ে ঘুরে বেড়িয়েছেন। অনেকে আবার আতশবাজি, শব্দবাজিও ফাটিয়েছেন। এছাড়া কেউ আবার মশাল জ্বালিয়ে নাচ ও করেছেন। এইসব অপ্রীতিকর ঘটনা সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ বাজি ফাটানোর জন্য এবং নিয়ম না মানার জন্য অনেককে গ্রেফতার ও করেছেন।