বিজেপির প্রার্থী হয়ে নির্বাচনে লড়বেন মিঠুন চক্রবর্তী, দাবি বিজেপি সূত্রের
ইতিমধ্যেই মিঠুন চক্রবর্তী কলকাতার ভোটার তালিকায় কাশিপুর বেলগাছিয়া কেন্দ্র থেকে নাম তুলেছেন
একুশে বাংলা বিধানসভা নির্বাচনের আগে রীতিমতো টলিউডে রাজনীতির রং লেগেছে। কার্যত নির্বাচনের আগে টলি মহল দ্বিধাবিভক্ত হয়ে গেছে। একদল গিয়ে গেরুয়া শিবিরে যোগদান করেছে এবং অন্য দল ঘাসফুল শিবিরের সৈনিক হয়ে ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। আবার অনেকেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করে দলবদলু দলে নাম লিখিয়েছে। প্রার্থী তালিকা ঘোষণার সময় বিজেপির প্রার্থী লিস্টে দেখা গেছে একাধিক টলিউড তারকার নাম। কিন্তু সেখানে ছিল না সদ্য বিজেপিতে যোগদান করা মিঠুন চক্রবর্তী। তিনি নরেন্দ্র মোদির উপস্থিতিতে বিজেপি ব্রিগেড গ্রাউন্ডে গেরুয়া শিবিরে যোগদান করেছিলেন।
মিঠুন চক্রবর্তী গেরুয়া শিবিরে যোগদান করার পর থেকেই বঙ্গ রাজনীতিতে প্রবেশ চাপানউতোর চলছিল যে এবার হয়তো তারকা প্রার্থী হবেন মিঠুন চক্রবর্তী। কিন্তু এখনো অব্দি বিজেপি তাদের যতগুলি তালিকা প্রকাশ করেছে তাতে নেই মিঠুন চক্রবর্তীর নাম। কিন্তু জানা যাচ্ছে রাজ্যে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জেলায় অশান্তির পর বিজেপি তাদের আরো কয়েকটি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করবে। আর তাতে হয়তো থাকতে পারে মিঠুন চক্রবর্তীর নাম। আসলে দুদিন আগেই জল্পনা বাড়িয়ে মিঠুন চক্রবর্তী কাশিপুর বেলগাছিয়া কেন্দ্রে নিজের বোনের বাড়ির ঠিকানাতে ভোটার হয়েছেন। বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে গেলে রাজ্যে ভোটার হওয়া আবশ্যিক। এই শর্ত পূরণের পর স্বাভাবিকভাবেই মনে হয়েছে যে মিঠুন চক্রবর্তী বিজেপি প্রার্থী পদ পাওয়ার দৌড়ে অনেকটা এগিয়ে আছে।
অন্যদিকে গেরুয়া শিবির বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে বিজেপি প্রার্থী করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। এরপর প্রথম সারির নেতাদের সবাইকে নির্বাচনের প্রার্থী করা হয়ে গেছে। এই মুহূর্তে মিঠুন চক্রবর্তীকে যদি বিজেপি প্রার্থী করা হয় তাহলে অবাক হওয়ার কিছু নেই। অবশ্য মিঠুন চক্রবর্তী বিজেপিতে যোগদানের সময় জল্পনা চলছিল তিনি হয়তো বিজেপি জিতলে গেরুয়া মুখ্যমন্ত্রী হতে পারেন। এই মুহূর্তে মিঠুন চক্রবর্তীর একুশে বিধানসভা নির্বাচনের প্রার্থী হওয়া বা নির্বাচন জিতলে বিজেপির মুখ্যমন্ত্রী হওয়া, দুই জল্পনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।